ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

সৈয়দ মুজতবা আলীর জন্ম ও বিপ্লবী যতীন্দ্র নাথ দাস শহীদ হন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
সৈয়দ মুজতবা আলীর জন্ম ও বিপ্লবী যতীন্দ্র নাথ দাস শহীদ হন সৈয়দ মুজতবা আলী ও বিপ্লবী যতীন্দ্র নাথ দাস

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।
 
১৩ সেপ্টেম্বর ২০১৫, রবিবার। ২৯ ভাদ্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৮৮ - নিউ ইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয়।
•    ১৯৪০ - বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।
•    ২০০১ - পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন।

জন্ম
•    ১৯০৪ – রম্য লেখক সৈয়দ মুজতবা আলী।

মৃত্যু
•    ১৯১০ - বিশিষ্ট বাঙালি কবি এবং সুরকার রজনীকান্ত সেন।
•    ১৯২৯ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী যতীন্দ্র নাথ দাস।

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।