ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফিচার

সংঘর্ষ ছাড়াই প্রস্তরখণ্ড পৃথিবীকে পাশ কাটাবে বৃহস্পতিবার

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
সংঘর্ষ ছাড়াই প্রস্তরখণ্ড পৃথিবীকে পাশ কাটাবে বৃহস্পতিবার

ঢাকা: বিশাল আকারের এক প্রস্তর খণ্ড আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৃথিবীকে পাশ কাটিয়ে যাবে। পৃথিবীতে আছড়ে না পড়ে বরং তা নির্বিঘ্নেই পাশ কাটিয়ে যাবে বলে জানা গেছে।



এ জন্য মার্কিন মহাশূন্য গবেষণা সংস্থা নাসা পৃথিবীবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

এতদিন যারা বলে আসছিলেন, সেপ্টেম্বরের ২২ থেকে ২৮ তারিখের মধ্যে পৃথিবী ধ্বংস হবে, তাদের আশঙ্কাকে ফের উড়িয়ে দিয়েছে নাসা।

সংস্থাটি বৃহস্পতিবার জানিয়েছে, ২৭০ মিটার দৈর্ঘ্যের ২০১২ টিটিএস৫ নামের প্রস্তরখণ্ডটি প্রবল গতিতে পৃথিবীকে পাশ কাটিয়ে যাবে। অতএব এ নিয়ে আশঙ্কিত হওয়ার কিছু নেই। বরং আগামী অন্য কোনোদিনের জন্য আমাদের সংগ্রামে নামতে হবে। এ জন্য ধন্যবাদ।

এর আগে ব্রিটিশ লেখক গ্রাহাম হ্যানকক বলেছিলেন, প্রস্তর খণ্ডটির যাত্রাপথে অনেক ভোগান্তি হবে। তার লেখা বই ‘ফিঙ্গারপ্রিন্টস অব দ্য গড’স স্টপড’ রেকর্ডসংখ্যক বিক্রি হয়। এ বইটি মোট ৯০ লাখ কপি বিক্রি হওয়ার পর তার সামাজিক সাইটের ভক্তরা ‘স্রষ্টার যাদুকর’ বলে তাকে অভিহিত করেন। ইতিহাসভিত্তিক কল্পকাহিনী লেখার জন্য পাঠকদের কাছে তিনি বিপুলভাবে জনপ্রিয় হয়ে ওঠেন।

নাসার একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, নাসা জানে, কোনো প্রস্তরখণ্ড কিংবা ধূমকেতুর সঙ্গে পৃথিবীর আশু কোনো সংঘর্ষের সম্ভাবনা নেই। সুতরাং পৃথিবীর সঙ্গে প্রস্তরখণ্ডের সংঘর্ষের সম্ভাবনা খুবই ক্ষীণ।

আরেকদল বলছেন, ঈশ্বরকণার খোঁজে তৈরি লার্জ হেড্রোন কোলাইডর (এলএইচসি) ওই প্রস্তরখণ্ডটিকে পৃথিবীর দিকে আর্কষণ করতে পারে। এতে করে ওই বিশাল প্রস্তরখণ্ড পৃথিবীতে আছড়ে পড়তে পারে।

কারণ, হিসেবে তারা বলছেন, এলএইচসি’র পরীক্ষার ফলে যে চুম্বকীয় আবেশ তৈরি হচ্ছে, ওই আবেশ প্রস্তরখণ্ডটিকে পৃথিবীর দিকে টেনে আনতে পারে।

তবে এলএইচসি’তে গবেষণারত যে ৭৫ পদার্থবিদ গবেষণা চালাচ্ছেন, তারা এ আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন। তারা বলেছেন, না, না। এটা অসম্ভব ব্যাপার!

তারা পৃথিবীবাসীকে আশ্বস্ত করেছেন এবং পৃথিবী নিরাপদ থাকবে বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।