ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফিচার

সুপার বেবি আরাত!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
সুপার বেবি আরাত! ছবি: সংগৃহীত

এতোকাল আমরা শুনে এসেছি সুপারম্যানের নাম। মহাশক্তিধর সুপারম্যানের অসাধ্য কিছু নেই।

অসম্ভবকে সম্ভব করাই তার কাজ। বাচ্চাদের কার্টুন থেকে শুরু করে বড়দের কতো মুভি যে এই সুপারম্যানকে ঘিরে তৈরি হয়েছে তার ইয়ত্তা নেই। তবে বাস্তব জীবনে সুপারম্যানের অস্তিত্ব খুঁজে পাওয়া ভার। কেউ অসাধারণ কিছু করে দেখালেই বীরপূজারি মানুষ তার নামের সাথে ‘সুপারম্যান’ তকমা জুড়ে দেয়।

এবার বাস্তবে খোঁজ মিলেছে এক সুপার-বেবির। নাম তার আরাত হোসাইনি। ওর বাড়ি ইরানের মাজান্দারান প্রদেশে। চলতি মাসের শেষ দিকে সে দু’বছরে পা দেবে। কিন্তু এ-বয়সেই সে অসীম শক্তিধর বলে নিজেকে প্রমাণ করে ছেড়েছে। বয়স যখন মাত্র ৯ মাস তখনই সে ট্রাপিজের ওপর শূন্যে পাক খাওয়ার দক্ষতা দেখিয়ে সবাইকে অবাক করে দেয়। আর এখন দ্বিতীয় জন্মদিনে পা দেবার আগেই পেছন দিকে ডিগবাজির নিখুঁত কসরত দেখাচ্ছে।

বয়সের তুলনায় অবিশ্বাস্য শারীরিক শক্তি, ক্ষিপ্রতা আর জিমন্যাস্টিক্স-এর নানা কঠিন কসরত দেখিয়ে এরই মধ্যে সে বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছে। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়ে গেছে।

আরাতের বাবা মোহাম্মদ ও মা ফাতেমা জানাচ্ছেন, তাদের বাচ্চাটা কোনো পেশাদার ট্রেনিং নেয়নি। তবে সে নিজে নিজে দিনে ১০ থেকে ২০ মিনিট অনুশীলন করে কেবল।

মোহাম্মদের ভাষ্য, ‘একদিন কাজ শেষে বাড়ি ফিরে ওর হাতের দিকে আঙুল বাড়াতেই সে আমার আঙুল খুব শক্ত করে চেপে ধরে মাটি থেকে শরীর শূন্যে উঠিয়ে ফেলে। তখনই ওর দৈহিক শক্তির প্রমাণ পাই। খুব অবাক হয়েছিলাম সেদিন। ওর প্রিয় শারীরিক কসরতটি হচ্ছে পেছন দিকে ডিগবাজি খাওয়া। ’

শারীরিক কসরতের পাশাপাশি দৈহিক শক্তির পরাকাষ্ঠাও সে দেখিয়ে চলেছে। পিঠে সাড়ে ছ কেজি ওজন নিয়ে দিব্যি বুকডন দিতে পারে। এছাড়া শরীরে আরো বেশি ওজন চাপিয়ে উঠবস করতে পারে।

গর্বিত পিতা মোহাম্মদের ভাষায়, আরাত হচ্ছে একজন ‘একস্ট্রা স্পেশাল পারসন’। লিংকে ক্লিক করে ভিডিও দেখলে আপনিও তা কবুল করবেন।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।