ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ভগৎ সিংয়ের জন্ম, রাজা রামমোহন রায়ের মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ভগৎ সিংয়ের জন্ম, রাজা রামমোহন রায়ের মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৭ সেপ্টেম্বর ২০১৫, রবিবার। ১২ আশ্বিন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮২১ - স্পেনের কাছ থেকে মেক্সিকো স্বাধীনতা লাভ করে।
•    ১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বার্লিনে জার্মান, জাপান ও ইতালি ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করে।
•    ১৯৮০ - বিশ্ব পর্যটন দিবস।

জন্ম
•    ১৯০৬ - কথাসাহিত্যিক সতীনাথ ভাদুড়ি।
•    ১৯০৭ - ব্রিটিশবিরোধী উপমহাদেশীয় স্বাধীনতা আন্দোলনকারী ভগৎ সিং।
•    ১৯২৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ ফ্রেড সিংগার।
•    ১৯৩২ - ভারতীয় চলচ্চিত্রকার যশ চোপড়া।

মৃত্যু
•    ১৮৩৩ - রাজা রামমোহন রায়।
•    ১৯৩৩ - কবি কামিনী রায়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।