ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফিচার

ছবিপ্রেমী গরিলা (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
ছবিপ্রেমী গরিলা (ভিডিওসহ)

ঢাকা: কাচের দেয়ালের এপাশ-ওপাশ। অ‍াইফোনে একের পর এক অন্য গরিলার ছবি বের করছিলো ছেলেটি।

ওপাশ থেকে মনোযোগ দিয়ে ছবিগুলো দেখছিলো এক গরিলা। খানিক উৎসুক্যও প্রকাশ করছিলো সে।

ছবি দেখার সুবিধার জন্য কখনও ফোনটি কাচের সামনে তুলে ধরছিলো ছেলেটি। তারা দু’জনেই দু’জনের সঙ্গে ছিলো একেবারেই স্বাভাবিক। যেন এটি আর দশটা ঘটনার মতোই!
 
চিড়িয়াখানার এক কোণায় কাচের দেয়ালে হেলান দিয়ে বসেছিলো তারা। ছবি দেখতে উৎসাহী গরিলা ছেলেটির কাছে ঘেঁষে বসে। দেখে মনে হচ্ছিলো তারা কাঁধে কাঁধ রেখে বসে রয়েছে। ঘটনাটির ছবি ও ভিডিও এরই মধ্যে ইন্টারনেট ও ইউটিউবে আপলোড হয়েছে।
 
ভিডিও ফুটেজটি ৬ সেপ্টেম্বর ইউটিউবে আপলোড করেছেন পল রোজ নামের এক ব্যক্তি। এ পর্যন্ত ভিডিওটি দেখেছে প্রায় দেড় লাখেরও বেশি দর্শক।

পল তার অভিব্যক্তি হিসেবে একটি কমেন্টে জানান, ছেলেটি গরিলার সঙ্গে খুব সদয় ও ভদ্র আচরণ করছিলো। আমার ভালো লেগেছে। আমার ধারণা এটি ছিলো বিশেষ মুহূর্ত।
 
পল আরও জানান, চিড়িয়াখানা কর্মকর্তারা বলেছেন এই গরিলাটি ছবি আর ভিডিও দেখতে পছন্দ করে।

তথ্যসূত্র: ইন্টারনেট। ‍

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।