ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফিচার

মশা তাড়াতে ৬ ঘরোয়া পদ্ধতি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
মশা তাড়াতে ৬ ঘরোয়া পদ্ধতি

ঢাকা: ছোট্ট পতঙ্গ মশা। কিন্তু ক্ষুদে এ পতঙ্গের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষসহ গৃহপালিত প্রাণীও।

মশার কয়েল ও অ্যারোসল স্প্রে করেও তাদের কামড় থেকে রেহাই পাবার জো নেই। বরং এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন আপনি নিজেই।

বাড়ির পাশের নর্দমা, ঝোপঝাড়, বদ্ধ জলাশয় ও স্যাঁতস্যাঁতে স্থান থেকে মশার বংশ বিস্তার হয়। বিশেষ করে বর্ষাকাল ও শীতে মশার উপদ্রব বাড়ে। ফলে এসময় ডেঙ্গু ও ম্যালেরিয়ার ঝুঁকি বাড়তে থাকে। মশার উপদ্রব কমাতে পরিবেশবান্ধব কয়েকটি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।

কফি গুঁড়া
বাড়ির আশপাশে পানি জমে থাকলে সেখানে কফি গুঁড়া ছিটিয়ে দিন। এতে পানির ভেতর থেকে মশার ডিমগুলো ভেসে উঠবে। পানি থেকে ওপরে উঠে গেলে  অক্সিজেনের অভাবে সেগুলো এমনিতেই ধ্বংস হয়ে যাবে।

কর্পূর
দরজা-জানাল‍া বন্ধ করে ঘরে কর্পূর রেখে দিন। আধঘণ্টা বাদে দেখবেন ঘরে একটি মশাও নেই।

রসুন
রসুন কুচি করে পানিতে সিদ্ধ করুন। মিশ্রণটি ঠাণ্ডা হলে তা স্প্রে বোতলে ভরে সারা ঘরে স্প্রে করুন। মিশ্রণটি মশা তাড়াতে খুব কার্যকর।

ডিশওয়াশ সাবান
পদ্ধতিটা মজার! ডিশওয়াশ সাবান খানিক পানিতে মিশিয়ে মশা যেখানে থাকে সেখানে স্প্রে করুন।   

নিমপাতা
নিমপাতা পানিতে সিদ্ধ করুন। ঠাণ্ডা করে তা সারা বাড়িতে স্প্রে করুন। এভাবে কয়েকদিন করলে মশা উধাও হয়ে যাবে।

কালিজিরা ও নারকেল তেল
কালিজিরা ও নারকেল তেল ১:১ অনুপাতে মিশিয়ে হাত-পা ও শরীরের খোলা অংশে লাগিয়ে রাখুন। এতে মশা কামড়াবে না।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।