ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফিচার

কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের নিচে কঙ্কাল ও খুলি!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের নিচে কঙ্কাল ও খুলি! ছবি: সংগৃহীত

হত্যা থেমে নেই পৃথিবীতে। তবে সন্ত্রাসের দেশ আফগানিস্তানে হত্যাকাণ্ড, বোমাবাজি, আত্মঘাতী হামলা ও অকারণ রক্তপাত লেগেই আছে।

সেদেশে এসবই এখন ডালভাত বা ডাল-রুটি হয়ে গেছে বলা চলে। তো এমন দেশে মাটির নিচে মানুষের কঙ্কাল ও মাথার খুলি পাওয়াটা বিচিত্র কিছু নয়। কিন্তু তা যদি পাওয়া যায় খোদ প্রেসিডেন্ট প্রাসাদের মাটির তলে, তাহলে? এক্ষেত্রে ব্যাপারটাকে লঘু বলে গণ্য করবার আর উপায় থাকে না। তেমন একটা খবরই পাওয়া গেছে খোদ প্রেসিডেন্ট প্রাসাদ থেকে সংবাদমাধ্যমকে পাঠানো বিবৃতিতে।

জানা গেছে, প্রেসিডেন্ট প্রাসাদের রান্নাঘরের সংস্কারকাজ করার সময় মেঝের নিচে পাওয়া গেছে মানুষের দুটো কঙ্কাল ও মাথার খুলি। তবে গত মঙ্গলবার এ-দুটো মনুষ্যকঙ্কাল নারীর নাকি পুরুষের, এদের পরিচয়ই বা কি বা এ-দুজন মানুষের মৃত্যুর কারণই বা কি তা আপাতত রহস্য হয়েই আছে। একটি সংবাদ মাধ্যম খবরটির শিরোনাম করেছে: ‘‘Skeletons, Skulls Under Afghanistan's Presidential Palace.’’
কঙ্কাল ও খুলি এখন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কঙ্কাল ও খুলির পরিচয় শনাক্ত করার জন্য এরই মধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনে আফগান ইনডেপেনডেন্ট হিউম্যান রাইটস কমিশন ও ফিজিশিয়ান্স ফর হিউম্যান রাইটস-এর প্রতিনিধিরা থাকবেন।

যুদ্ধে নিহত বহু অজ্ঞাতপরিচয় মানুষের দেহাবশেষ ও গণকবর আবিষ্কৃত হবার ঘটনা আফগানিস্তানে নতুন নয়। বেশিরভাগ গণকবরই সাবেক যুদ্ধবাজ নেতাদের অনুসারী ও যোদ্ধাদের।

২০০২ সালে উত্তর আফগানিস্তানে এ-যাবৎকালের সবচেয়ে বড় এক গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল। ওই গণকবরে প্রায় ২০০০ মানুষের কঙ্কালের সন্ধান মেলে।

ধারণা করা হয়, শত্রুবাহিনীর হাতের নিহত তালেবান যোদ্ধাদের। ৬ বছর শাসন করার পর তালেবান শাসনের অবসান ঘটেছিল দেশটিতে। এখনও সেখানে হানাহানি ও রক্তপাতের অবসান হয়নি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বাহিনিও দেশটিতে শান্তি কায়েম করতে ব্যর্থ হয়েছে। এখন তালেবান নতুন করে শক্তি সঞ্চয় করেছে।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
জেএম


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।