ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

গাছে ঝুলে শিকার

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
গাছে ঝুলে শিকার

ঢাকা: সব প্রাণীই খাওয়ার জন্য তুলনামূলক ছোট কিছুই প্রথমে বেছে নেয়। এবং তা চিবিয়ে গিলে খায়।

কিন্তু খাবার যদি হয় ওই প্রাণীর মাথার চেয়েও বড়, তাহলে কি তা খাওয়া সম্ভব? এটা যে আসলেই সম্ভব তা প্রায়ই করে দেখায় অজগর।

সম্প্রতি সিডনির পাউলাইন গুল্লফোর্ড নামের এক নাগরিকের ক্যামেরায় ধরা পড়ে এমন একটি মুহূর্ত।

এতে দেখা যায়, একটি গাছের ডালে ছোট সাইজের একটি অজগর সাপ তার থেকে অপেক্ষাকৃত বড় ইদুর জাতীয় অস্ট্রেলিয়ান প্রাণী পোসাম গিলে ফেলছে।

ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, অজগরটি প্রথমে প্রাণীটিকে শক্ত করে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে। এরপর মাথা থেকে লেজ পর্যন্ত গিলে ফেলে। অবশ্য গিলে ফেলতে অজগরটির সময় লাগে এক ঘণ্টা।  

এ ব্যাপারে ভিডিও ধারণকারী ওই নারী বলেন, আমি অজগরটি পুরোপুরি দেখতে পাচ্ছিলাম না। তবে অজগরটি সম্ভবত দুই মিটার লম্বা ছিল।  

যাই হোক, সাপটি ওই প্রাণীটির তুলনায় অনেক চিকন ছিল বলে জানান পাউলাইন।

সাধারণত বিশেষ প্রজাতির এ সাপ ১ দশমিক ৮ থেকে ২ দশমিক ৮ মিটার লম্বা হয়। এদের দেহের আবরণ ক্রিম ও হলুদ রঙের হওয়ায় ওইসব স্থানে তারা নিজেদের লুকাতে পারে। আর এ ধরনের অনেক সাপই আছে যারা তার আশপাশে বসবাসকারী নিজেদের থেকে বড় সাইজের প্রাণী গিলে ফেলতে সক্ষম।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।