ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

পর্যটকের কোলে হাতিছানার ঘুম (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
পর্যটকের কোলে হাতিছানার ঘুম (ভিডিওসহ) ছবি: সংগৃহীত

ঢাকা: কাজের সূত্র ছাড়া হাতির সঙ্গে দীর্ঘসময় কাটিয়েছেন এমন মানুষ খুব কম। মস্ত হাতির গায়ে হাত বুলিয়ে আদর করা, তাকে গান শুনিয়ে ঘুম পাড়ানো যেনোতেনো লোকের কাজ নয়।



কিন্তু হাতি যদি নিজেই এ আদর নিতে চায় তাহলে কি আর আদর না করে পারা যায়?

থাইল্যান্ডে এক হাতিছানা নিজেই শুয়ে পড়লো তার বন্ধুর কোলে। বন্ধু বলতে ঘুরতে আসা এক নারী পর্যটক। বন্ধুটিও ঘুমপাড়ানি গান শুনিয়ে মাথায় হ‍াত বুলিয়ে ঘুমের দেশে নিয়ে গেলেন ছোট্ট হাতিটিকে।  

ঘটনাটি ঘটেছে চিয়াং মাই পর্বতের চাই লাই অরচার্ড নেচার বাংলোতে। থাইল্যান্ডে পর্যটকদের পরিবহন হিসেবে হাতি ব্যবহার করা হয়। হাতিরা সারাদিনই এ কাজে ব্যস্ত থাকে।

কিন্তু হাতিছানাটির কোনো কাজ নেই। তাই আরাম করার ফুসরতেরও অভাব নেই তার। সময় বুঝে নিজেই খুঁজে নিলো  বিশ্রামের জায়গা। তাও আবার পর্যটকের কোলে।

বাদামি-কালো চুলের মেয়েটির কোলে সামনের দু’পা তুলে সে এমনভাবে শুয়ে ছিলো যেনো আহ্লাদে আটখানা। না জানি মেয়েটি তার কতো দিনের সঙ্গী।

হাতির প্রতি মানুষের হৃদ্যতা তৈরি ও পর্যটনকে শক্তিশালী করার উদ্যোগ নিয়ে এগুচ্ছে চাই লাই অভয়ারণ্যটি। এখানে মোট ১১টি হাতি রয়েছে। এর মধ্যে চারটি বাচ্চা হাতি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।