ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

টিয়া হতে নিজের দু’কান কেটেছেন টেড...

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
টিয়া হতে নিজের দু’কান কেটেছেন টেড...

পাগল কতো রকমের যে থাকে তার ইয়ত্তা নেই। এর মধ্যে আছে ভালোবাসার পাগলও।

এমনই এক পাগলের দেখা মিলেছে ব্রিটেনে। নাম তার টেড রিচার্ডস। ৫৬ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক ভালোবাসেন তার ৫টি পোষা টিয়াপাখিকে। কিন্তু সে ভালোবাসা এমনই যে দুনিয়াতে তার তুলনা মেলা ভার। টিয়ার প্রতি ভালোবাসার আতিশয্যে তিনি নিজেই হতে চান ‘মানব-টিয়া’। কিভাবে? হ্যাঁ, সেটাই বলছি।

তিনি যেহেতু চান টিয়ের মতো হতে, সেজন্য তিনি এরই মধ্যে নিজের শরীরে অসংখ্য ট্যাটো বা উল্কি আঁকিয়ছেন। নিজের চেহারা অনেকটাই বদলেও দিয়েছেন এসব উল্কিতে। নিজের মুখমণ্ডলে তো বটেই, চোখের ভেতরেও উল্কি আঁকিয়েছেন। জিভটাকেও দ্বিখণ্ডিত করেছেন। শেষমেষ নিজের দু’টো কানও অপারেশন করে ফেলে দিয়েছেন। অপারেশনে লেগেছে টানা ৬ ঘণ্টা।

ইলি, টিয়াকা, টিমনেহ, জেইক ও বুবি---এই পাঁচটি পোষা টিয়ার জন্যই নিজের শরীরটাকে এভাবে বদলে চলেছেন টেড। তবু তার আশ মিটছে না। এবার তার ইচ্ছে নাকটাকেও আর মানুষের নাকের মতো রাখবেন না। ওটাকেও বদলে ফেলবেন মানে টিয়ের ঠোঁটের আকার দেবেন। সেজন্য প্লাস্টিক সার্জারি করাবার প্রস্তুতি নিচ্ছেন টেড।
 
টেডকে নিয়ে ব্রিটিশ পত্রপত্রিকাগুলো যেসব শিরোনাম করেছে, সেগুলোর দু’টি:
১.‘BIRD BRAIN! Man Cuts Off Ears To Look More Like His Parrot’

 ২. ‘Who's a pretty boy then? Man cuts off his ears to look like a parrot’

পাঁচটি টিয়াপাখির প্রতি ভালোবাসা দেখাতে এরই মধ্যে শরীরে মোট ১১০টি উল্কি আঁকিয়েছেন আর ৫০টি বডি পায়ার্সিং (শরীরের ছিদ্র করে অলঙ্কার পরা) করিয়েছেন টেড। এসব কাণ্ড করে তিনি বড়ই আনন্দিত: ‘আমি যে কতো খুশি! মনে হচ্ছে সবই অলীক। আয়না থেকে চোখ ফেরাতে পারছি না। ’

শরীরটা যেহেতু তার নিজের, তাকে আর বাধা দেয় কে! টেডের কাজ টেডকে সাজে অন্য লোকের তাতে কি!

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।