ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

শিয়ালের ঘুঘু শিকার

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
শিয়ালের ঘুঘু শিকার ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকার সাহারা মরুভূমি এলাকায় রৌদ্রের দাবদাহ। শুষ্ক মৌসুমে তৃষ্ণার্ত এ অঞ্চলের পাখিরা।

এদিকে তৃষ্ণা মেটাতে জলাশয়ে পাখি না এলে শিকারের ইচ্ছেটাই মাটি হবে ব্ল্যাক-ব্যাক শিয়ালের।

তাই উদরপূর্তি করতে এখন তার একটাই কাজ। জলাশয়ের কাছে ঘাপটি মেরে বসে থাকা। তারপর, ঝোঁপ বুঝে কোপ মারা।

ব্যতিক্রম হওয়ার কারণ নেই, তেষ্টা মেটাতে জলধারে ঠিকই এলো একঝাঁক পাখি। ক্ষুধার্ত শিয়ালের কাছে এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? আহার যদি নিজেই ধরা দেয় তবে আর কি লাগে!

গাছের আড়াল থেকে বেরিয়ে এসে দিলো ঝাঁপ উড়ন্ত পাখির দলে। চেষ্টা সফল হলো শিয়াল পণ্ডিতের। চোয়ালের ফাঁকে একটি পাখি কব্জা কর‍া গেলো শেষ পর্যন্ত।

কেগালাগাডি ট্রান্সফন্টেয়ার পার্ক থেকে ছবিগুলো তুলেছেন হ্যান্স রসৌ নামের এক ব্যক্তি।

হ্যান্স জানান, পার্ক ঘুরে দেখার সময় শিয়ালের পাখি শিকারের দৃশ্য তার চোখে পড়ে।

কালাহারি মরুভূমিতে শুষ্ক মৌসুমে এ জল‍াশয়ে পাখিরা আসে। অ‍ার তখনই ব্ল্যাক-ব্যাক শিয়ালের খাদ্য হয় তারা। ব্ল্যাক-ব্যাক শেয়াল নাম হওয়ার কারণ এদের পিঠের অংশের লোমগুলো কালো।

দক্ষিণ আফ্রিকার চেনা মুখ এ শিয়ালের ওজন ১১ কেজি। এদের দৈনন্দিন খাদ্যতালিকায় রয়েছে খরগোশ, সরীসৃপ, পাখি ও ডিম।

হ্যান্স জানান, গাছের নিচে শিয়ালটি লুকিয়ে ছিলো যতক্ষণ না পর্যন্ত পর্যাপ্ত ঘুঘু পাখি জলাশয়ে ভিড় জমাতে শুরু করে। যেই না পাখিরা নির্ভয়ে জলে নামলো ওমনি লাফিয়ে নিজের শিকারকে আঁকড়ে নিলো ধূর্ত শিয়ালটি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।