ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

চলন্ত বাসে ঝুলে বিয়ে!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
চলন্ত বাসে ঝুলে বিয়ে!

ঢাকা: চীনের ঝেংঝু শহরের রাজপথ দিয়ে সাঁই করে চলে গেলো লাল টুকটুকে একটি দোতলা বাস। চোখ এড়িয়ে যেতে না যেতেই ফের তাকালো রাস্তার সব মানুষ।

একি, বাসের জানালায় পা ঝুলিয়ে বসে বিয়ের কনে! সাদা বিয়ের পোশাক আর হাতে ফুলের তোড়া নিয়ে চুপটি হয়ে বসে নতুন বউটি।

ঠিক পাশের জানালায় দাঁড়িয়ে উড়নচণ্ডী বর। চলন্ত বাসের কাচের জানালায় হাত রেখে এমনভাবে দাঁড়িয়ে রয়েছেন যেনো দেওয়ালে হাত রাখার মতোই। সারা শরীর শূন্যে ভাসছে তার।

সবচেয়ে আশ্চর্যের হলো তার পুরো শরীরের ভ‍ার সামলাচ্ছে শুধু হাতের তালু। মধ্যাকর্ষণের পরোয়া না করে বরটি নিশ্চিন্তে দেহভঙ্গি পাল্টাচ্ছেন।

এমন বিয়ের দৃশ্য চোখ এড়িয়ে গেলে চলে? ভাসমান এ বিয়েটি পুরো রাজপথে তৈরি করেছিলো এক ঐন্দ্রজালিক আবহ। যদিও তার অনেকখানিই ছিলো বিপদজনক ও ঝুঁকিপূর্ণ।

চীনের টপ ফটো এজেন্সি চীনা ফটো প্রেস জানায়, এ পদক্ষেপে জড়িয়ে ছিলো অর্থ-সম্পদ নয়, বরং প্রকৃত ভালোবাসার আহ্বান।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।