ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

পান্ডাদের কিন্ডারগার্টেন!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
পান্ডাদের কিন্ডারগার্টেন!

ঢাকা: চীনে এবার চালু হলো পান্ডাদের জন্য কিন্ডারগার্টেন। চীনের চেংদুতে শনিবার (২৪ অক্টোবর) ১৩টি পান্ডাশাবক দিয়ে কিন্ডারগার্টেনের প্রথম ব্যাচটি শুরু হয়।



বিশেষ এ কিন্ডারগার্টেনটির আয়োজক চীনের পান্ডা গবেষণা ও প্রজনন সুবিধাদানকারী প্রতিষ্ঠান ‘চেংদু রিসার্চ বেজ অব জায়ান্ট পান্ডা ব্রিডিং’।

প্রথম ব্যাচের ১৩টি পান্ডার মধ্যে ছয় জোড়াই জমজ। এদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ পান্ডাটির বয়স মাত্র চার মাস।

পান্ডা কিন্ডারগার্টেন প্রকল্পটি জাতিসংঘ ও চেংদু গবেষণা প্রতিষ্ঠান একযোগে পরিচালনা করছে। এর মূল লক্ষ্য, বন্যপ্রাণী ও গাছ সুরক্ষায় মানুষকে আহ্বান করা।

এটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে। অলাভজনক এ প্রতিষ্ঠানটি শুরু থেকেই পান্ডা ও বিরল প্রজাতির প্রাণীর প্রজনন ও সংরক্ষণ করে আসছে। ২০০৮ সালের মধ্যে এখানে জন্ম নিয়েছে ১শ ২৪টি পান্ডা।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।