ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

প্রতিবেশীর বাচ্চাদের খেয়ে ফেলার ইচ্ছা!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
প্রতিবেশীর বাচ্চাদের খেয়ে ফেলার ইচ্ছা!

‘তোকে কাঁচা খেয়ে ফেলব রে শয়তান!’—ছোটদের ওপর কোনো কারণে রেগেমেগে কাঁই হয়ে গেলে এমন কথা বড়দের বলতে শুনি আমরা। তবে এসবই কথার কথা! রাগলে মানুষ কতো কথাই না বলে।

আবার রাগ পড়ে গেলে আবারও ছোটদের আদর বোলান গুরুজনেরা। বাচ্চাদের ওপর রেগে গেলে এমন কথা মায়েরাই বেশি বলেন। রাগের আড়ালে থাকে অপত্য স্নেহের ফল্গু। ‘তোর একদিন কি আমার একদিন’, ‘ওরে ও বাঁদর’, ‘ওরে মুখপোড়া ওরে ইবলিশ’—এমন কতো না গালি ও ভর্ৎসনা শোনা যায়। শহীদ মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের একটা উক্তিতেই এসব কথার আসল মানেটা স্পষ্ট: ‘অন্তরে অমৃত না থাকলে মুখ দিয়ে এমন গরল বের হয় না। ’

কিন্তু আপনজনের বাইরে অন্য লোকে যখন শিশুদের উদ্দেশে এমন কথা বলে তখন তাকে স্বাভাবিকভাবে নিতে কষ্ট হয় বৈকি! তাও আবার যদি কেউ বাচ্চাদের বাবা-মাকে বেনামি চিঠি লিখে বলেন: ‘বাচ্চাগুলোকে দেখে মনে হয় ওরা খেতে মজাদার হবে। আমি কি ওদের খেতে পারি?’ (The children look delicious. May I have a taste?’)—তখন বাবা-মার মনের অবস্থা কেমন হয় বলুন তো!

হ্যাঁ, এমন কাণ্ডই করেছেন এক মার্কিন মহিলা। তার বাড়ি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের চ্যাম্পলিনে। তিনি তার প্রতিবেশীর বাচ্চাদের খেয়ে ফেলার ইচ্ছে প্রকাশ করে এহেন বেনামি চিঠি পোস্ট করেন। বাচ্চাদের আতঙ্কিত বাবা-মা ওই চিঠির ছবি কম্যুনিটির ফেসবুকে পোস্ট করেন। ওই বাচ্চাদের বাবা-মা শুধু নন, এলাকার সব বাবা-মা এই চিঠির খবরে আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ কেরি পারনুলা নামের ৩৮ বছর বয়সী ওই মহিলাকে গেপ্তার করতে সমর্থ হয়। পুলিশের কাছে পারনুলা তার অপরাধের কথা স্বীকারও করেন। একটি পত্রিকা এ খবরের শিরোনাম করেছে: ‘Woman sending anonymous letters threatening to eat her neighbour’s kids get arrested.’

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।