ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

বিশ্বের উঁচু ভয়ঙ্কর সব সেতু! (পর্ব-১)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
বিশ্বের উঁচু ভয়ঙ্কর সব সেতু! (পর্ব-১)

ঢাকা: উচ্চতা অনেকেই ভয় পান। উঁচু পাহাড় বা শূন্যে ভাসা সেতু হলে তো কথাই নেই।

বিশ্বে এমন কিছু ঝুঁকিপূর্ণ ও ভীতিকর সেতু রয়েছে যা একমাত্র অ্যাডভেঞ্চারপ্রিয়রাই মুখোমুখি হওয়ার সাহস রাখেন। তবে সেতুগুলো দেখলে হয়তো ভীতুদেরও পা বাড়াতে ইচ্ছে করবে!

উচ্চতায় দাঁড়িয়ে যাদের মাথা ঘোরানোর বাতিক রয়েছে তারা ফ্রান্সের মিলাও ভায়াডাক্ট ব্রিজের নাম শুনেই ভড়কে যাবেন। এটি বিশ্বের সবচেয়ে উঁচ‍ু ব্রিজ। মাটি থেকে এর উচ্চতা এক হাজার একশো ২৫ ফুট। অ‍াবার পাকিস্তানের হুসাইনি ঝুলন্ত ব্রিজের সামনে দাঁড়িয়ে চোখ উল্টে দাঁত দিয়ে নখ কাটা ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ উঁচু এ ব্রিজের কাঠের পাটাতনের একটি থেকে আরেকটির দূরত্ব অনেক। কোনোভাবে পা পিছলে গেলেই পানিতে ঝপাৎ! এখানেই শেষ নয়, রহস্য আরও বাকি।

কথা না বাড়িয়ে স্বচক্ষেই দেখে নিন বিশ্বের ডেয়ার-ডেভিল সব  উঁচু সেতুগ‍ুলো।


ইউক্রেনের ক্রিমিয়ার দক্ষিণ-পূর্ব উপকূল। এখানকার আই-পেত্রি অঞ্চলের ভূ-প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম। তবে এ দৃশ্য উপভোগ করতে চাইলে প্রথমেই আপনাকে সুবিশাল খাদের ওপর এ কাঠের সেতুতে পা বাড়ানোর সাহস রাখতে হবে।


কি, ছবি দেখেই পেটের ভেতর প্রজাপতির ওড়াওড়ি শুরু হয়ে গেলো তো! চীনের হুয়া পর্বতের এ সেতুটি অত্যন্ত মারাত্মক ও ঝুঁকিপূর্ণ। পাহাড়ের গায়ে কাঠের পাটতন বসানো। এটাই সেতু। অ‍ার সুরক্ষা বলতে রয়েছে কেবল ওই লোহার শেকলটি।


শুরুতেই বলেছিলাম এ সেতুটির কথা। পাকিস্তানের কারাকোরম পার্বত্য অঞ্চল। হুনজা নদীর ওপর ঝুলন্ত হুসাইনি সেতু।


সুইজারল্যান্ডের ট্রিফ্ট সেতু। আল্পস পর্বতে অবস্থিত সেতুটি পঁচশো ৫৭ ফুট দীর্ঘ।


সুইজারল্যান্ডের টাইটিল ক্লিফ ওয়াক ব্রিজ। সমুদ্রপৃষ্ঠ থেকে এটি ৯ হাজার আটশো ৪২ ফুট ওপরে অবস্থিত।


সেতুটি কারও অচেনা নয়। গত সপ্তাহে সেতুটির কাঁচের মেঝেতে ফাটল দেখা দেওয়ায় বহুল আলোচনায় এসেছে চীনের হেনান প্রদেশের উয়ুনতাই পর্বতে অবস্থিত বিখ্যাত কাচের সেতু।


এর নির্মাণকাজ শেষ হয়েছে ২০০৪ সালে। মালয়েশিয়ার মেশিনচাং পর্বতচূড়ায় অবস্থিত লাংকাউ স্কাই ব্রিজটি ভূমি থেকে তিনশো ২৮ ফুট ওপরে অবস্থিত। এটি প্রায় আড়াইশো লোক বহন করতে পারে।


জাপানের শিকোকু দ্বীপে তিনটি আঙুরলতার ব্রিজ রয়েছে। সাত বা ১২ ইঞ্চি ফাঁক রেখে কাঠের তক্তা বসিয়ে তৈরি হয়েছে এটি।


দক্ষিণ-কোরিয়ার ডিডিউনসান প্রাদেশিক পার্ক। এখ‍ানকার ভিজিটর ব্রিজ ও ল্যাডারের মতো ওয়াকওয়েটি ভিন্নমাত্রার অভিজ্ঞতা দেবে আপনাকে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।