ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

করো না পীরিতি বাঘের সনে!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
করো না পীরিতি বাঘের সনে! ছবি: সংগৃহীত

কথায় বলে, ‘বাঘের লেজ দিয়ে কান চুলকাতে নেই’। কথাটা এমনি এমনি বলা হয়নি।

শিকারি প্রাণি বাঘের হিংস্রতা ও ভয়ঙ্করতার তুলনা হয় না। বাঘ বলে কথা! এটা সবার মনে থাকে না। যাদের থাকে না তাদের বড় মূল্যই দিতে হয়। সাম্প্রতিক সময়ে ভাবতের এক চিড়িয়াখানায় এক দর্শনার্থী যুবক এক সাদা বাঘের খাঁচায় ঢুকে পড়েছিল। এজন্য বাঘের থাবায় প্রাণ গেছে ওর। বাংলাদেশেও কিছুদিন আগে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের সঙ্গে বখাটেপনা করতে গিয়েছিল এক কলেজপড়ুয়া তরুণ। ক্রুদ্ধ বাঘ এক থাবায় ওই তরুণের হাত ছিঁড়ে নেয়। সারাদেশের সব সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও হয়।

এবার এমনই এক অঘটনের জন্ম দিয়েছেন এক মার্কিন নারী। হ্যালোইন উৎসবের দিনে গলা অব্দি মদ গিলে বেহেড মাতাল হয়ে সবার অলক্ষে বাঘের খাঁচায় ঢুকে তিনি চেয়েছিলেন বাঘকে আদর করতে। কিন্তু বেরসিক বাঘটা তার প্রেমে সাড়া তো দিলই না, উল্টো বসিয়ে দিয়েছে কামড়! ফলে তিনি এখন কাতরাচ্ছেন হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ওমাহার হেনরি ডুরলি চিড়িয়াখানায়। এ-খবরের শিরোনামটা এমন:‘Omaha Woman Bitten by Tiger After Breaking Into Zoo.’

আর খবরটার ভেতরের বর্ণনাটা এরকম: ‘An intoxicated woman was bitten by a tiger after she broke into a zoo and tried to pet the animal, police said.’

 অঘটনঘটনপটিয়সী ৩৩ বছর বয়সী এই নারীর নাম জ্যাকুলিন এডি। বাঘের ভয়ঙ্কর থাবায় জ্যাকুলিনের বাম হাতটির অবস্থা দফারফা। পাশাপাশি আইনও পিছু লেগেছে তার। বাঘের খাঁচায় অনধিকার প্রবেশের অভিযোগে পুলিশ তার নামে মামলা ঠুকে দিয়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তাকে দাঁড়াতে হবে কাঠগড়ায়।

‘বাঘে ছুঁলে আঠারো ঘা, পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা’—--এই কথাটাও এবার জ্যাকুলিনের বেলায় মিলে গেছে একদম। অতএব, সাধু সাবধান! ভুলেও বাঘের সঙ্গে পীরিত করতে যাবেন না যেন!

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।