ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

মৃত্যুর আগে তোলা বিখ্যাত ব্যক্তিদের শেষ ১০ ছবি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
মৃত্যুর আগে তোলা বিখ্যাত ব্যক্তিদের শেষ ১০ ছবি

বিখ্যাত ব্যক্তির মৃত্যু মানে উজ্জ্বল নক্ষত্রের পতন। পৃথিবীর বুকে যে মানুষটির অবদান অনেক—তাকে হারানো সত্যিই বেদনাদায়ক।

হারানো প্রিয় তারকার স্মৃতি মনে পড়ে তার পুরোনো ছবি দেখে। কারণ ছবি কথা বলে। তাতে জড়িয়ে থাকে হারানো দিনের গল্প।
আমরা খুঁজে পেয়েছি বিখ্যাত ব্যক্তি ও তারকাদের কিছু ছবি যা তাদের মৃত্যুর আগে তোলা শেষ আলোকচিত্র।


জন লেনন
ছবিটি তোলা হয়েছিল ১৯৮০ সালের ৮ ডিসেম্বের। এ দিনই পৃথিবী ছেড়ে যান প্রিয় সঙ্গীত তারকা জন লেনন। ছবি তোলার সময় তিনি গান গাইছিলেন ও ডেভিড চাম্পানের অনুরোধে অটোগ্রাফ দিচ্ছিলেন।


বব মার্লে
মৃত্যুর কিছুক্ষণ আগে বব মার্লে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।


স্টিভ জবস
‘অ্যাপেল’-এর সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী স্টিভ জবস ২০১১ সালের ৫ অক্টোবর মারা যান। তার মৃত্যুর কয়েকদিন আগে এই ছবিটি তোলা হয়েছিল।


মাইকেল জ্যাকসন
এটিই ছিল মাইকেল জ্যাকসনের জীবনের শেষ শো ও শেষ ছবি।


পল ওয়াকার
ছবিটি তোলা হয়েছিল যেদিন তিনি মারা যান। মৃত্যুর আগে নিজের গাড়িতে এটাই তার শেষ ভ্রমণ। বলা বাহুল্য তিনি অত্যন্ত দ্রত ও ক্ষিপ্রগতিতে গাড়ি চালাচ্ছিলেন।


বেনজির ভুট্টো
আততায়ীর গ‍ুলিতে মৃত্যুর কয়েক সেকেন্ড আগের ছবি এটি। দিনটি ছিলে ২০০৭ সালের ২৭ ডিসেম্বর।


এডলফ হিটলার
বার্লিনে থাকাকালীন হিটলারের শেষ ছবি। আত্মহত্যার দু’দিন আগে তোলা হয় ছবিটি।


ভগত সিং
ব্রিটিশ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের পুরোধা ভগত সিংয়ের হাস্যোজ্জ্বল ছবি। ১৯২৭ সালের জুলাইয়ে ফাঁসির আগ মুহূর্তে তোলা ছবি এটি।


রবার্ট এফ ক্যানেডি
মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তার শেষ কথা বলা। সময়টা ১৯৬৮ সালের জুন মাস।


আলবার্ট আইনস্টাইন
বিখ্যাত বিজ্ঞানীর সর্বশেষ ছবি। মৃত্যুর একমাস আগে তার বাসভবনে তোলা হয় ছবিটি। ১৯৫৫ সালের মার্চ মাসে।

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এসএমএন/টিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।