ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

সবচেয়ে বড় টুথপিকের স্ট্যাচু!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
সবচেয়ে বড় টুথপিকের স্ট্যাচু!

ঢাকা: স্ট্যানলি হায়েস মুনরো তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে বড় টুথপিকের স্ট্যাচু। এই বড়র তালিকায় রয়েছে বুর্জ খলিফা, হোয়াইট হাউজ, তাজমহল, লিনিং টাওয়ার অব পিসাসহ আরও অনেককিছু।



এর মধ্যে টুথপিকে গড়া দুবাইয়ের বিখ্যাত ব‍ুর্জ খলিফার মডেল বানিয়ে নিউইয়র্কের স্ট্যানলি গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড।

আচ্ছা বলুন তো, এমন একেকটি কাঠামো তৈরি করতে কতগুলো টুথপিক লাগতে পারে? কথা হচ্ছে স্ট্যানলি নিজেও তা জানেন না!

প্রাক্তন এ হন্টেট হাউজ ডিজাইনার জানান, আমি কখনও স্ট্যাচুতে ব্যবহৃত টুথপিক গুনে দেখিনি।

৪৫ বছর বয়সী স্ট্যানলি জীবনের প্রথম টুথপিকের ভাস্কর্য তৈরি করেন ক্লাস ফাইভে পড়ার সময়। ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবেই বানিয়েছিলেন সেটি। ২৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের টুথপিকের স্ট্যাচুটির ওজন ছিলো একটি ডিমের সমান।

অনেকেই ভাবেন, যদি টুথপিকের স্ট্যাচু ভেঙে পড়ে তাহলে কী হবে!

কিন্তু স্ট্যানলি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এই স্ট্যাচুগুলো অনেক শক্তিশালী। যা সাধারণ মানুষের ধারণার বাইরে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।