ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

এনিম্যাল ক্লোনিং ফ্যাক্টরি!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এনিম্যাল ক্লোনিং ফ্যাক্টরি!

মনে আছে ডলি নামের ক্লোন ভেড়ার কথা? স্কটল্যান্ডের বিজ্ঞানীরা ক্লোনিংয়ের মাধ্যমে জন্ম দিয়েছিলেন ডলি নামের এক মাদি ভেড়াকে। আর তা ছিল বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বড় এক মাইলফলক।

ডলির পর বানর, শিম্পাঞ্জি, ইঁদুর, বেড়াল গাভী, কুকুরসহ কতো প্রাণিরই তো ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে জন্ম দেয়া হলো দুনিয়ার দেশে দেশে। কিন্তু কেউ যাতে গোপনে মানুষের ক্লোনিং না করে বসে, সেজন্যও সতর্ক হলো পশ্চিমা দেশগুলোর সরকার। বৈজ্ঞানিক গবেষণার সীমা বেঁধে দেওয়ার প্রয়োজনও দেখা দিলো। নৈতিকতার প্রশ্নটাও চলে এলো সামনে---কী করা উচিত আর কী করা উচিত নয় এনিয়ে। যাক সেকথা, ক্লোনিং কিন্তু থেমে নেই। তবে সবই হচ্ছে আইনের কাঠামোর আওতায়।

দুনিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি চীন এবার বিভিন্ন প্রাণির ক্লোনিংয়ের দিকে মনোযোগ দিয়েছে। তবে তা খুব বড় আকারে। তারা এজন্য শুরু করতে যাচ্ছে এক বিশাল ক্লোনিং কার্যক্রম। সেজন্য তারা রীতিমতো তৈরি করতে যাচ্ছে সুবিশাল এক ‘ক্লোনিং ফ্যাক্টরি’। এই ফ্যাক্টরিতে ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে জন্ম দেওয়া হবে কোটি কোটি প্রাণি ---কুকুর, বেড়াল, গরু-মহিষ, ঘোড়া-বানর-কুমীর কিছুই বাদ যাবে না। ক্লোন করা এসব প্রাণি শতকোটি চীনার মাংসের চাহিদা যেমন মেটাবে, তেমনি এগুলো বৈজ্ঞানিক অগ্রযাত্রায়ও চীনকে এগিয়ে দেবে অনেক দূর। এ ব্যাপারে পত্রিকার শিরোনাম: ‘China Plans Giant Animal Cloning Factory.’

এই কাজে ব্যয় হবে কোটি কোটি ডলার। আপাতত প্রথম ‘ক্লোনিং ফ্যাক্টরি’টি স্থাপিত হবে চীনের উত্তরাঞ্চলীয় তানজিন বন্দরের কাছে। একাজে সহায়তা করবে চীনের বায়ো টেকনোলজি ফার্ম বয়ালাইফ (Boyalife) এবং দক্ষিণ কোরিয়ার সোয়াম বায়োটেক (Sooam Biotech)। এতে থাকবে বেশ কয়েকটি বড় আকারের ক্লোনিং ল্যাবরেটরি এবং একটা জিন ব্যাংক।

চীনের কৃষকরা যে মাংস, বিশেষ করে যে গো-মাংস উৎপাদন করে থাকে, তাতে শত কোটি চীনার মাংস চাহিদা মেটে না। তাই নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। ক্লোনিং ফ্যাক্টরির পশু উৎপাদনের মাধ্যমে মাংস চাহিদার পুরোটাই পূরণ হবে বলে আশা করছে চীন। ক্লোনিংয়ের মাধ্যমে জন্ম নেওয়া প্রাণিগুলো বাজারে বিক্রি করা হবে। দেখা যাক, কতোটা কী করতে পারে চীন!

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।