ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

প্রথম যুদ্ধাপরাধী হিসেবে কাদের মোল্লার ফাঁসি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
প্রথম যুদ্ধাপরাধী হিসেবে কাদের মোল্লার ফাঁসি কাদের মোল্লা

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১২ ডিসেম্বর ২০১৫, শনিবার। ২৮ অগ্রহায়ণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮৯৭ - ব্রাজিলের প্রথম পরিকল্পিত শহর বেলো হরিজন্টে প্রতিষ্ঠিত হয়।
•    ১৯১১ - বঙ্গভঙ্গ আইন রদ করা হয় ও ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।
•    ১৯২৫ - ইরানের রাজবংশের পরিবর্তন ঘটে। ১৫৩ বছরের কাজার রাজ বংশের অবসান ঘটে এবং পাহলভী বংশের ৫৩ বছরের শাসনের শুরু হয়।
•    ২০১৩ - সর্বোচ্চ আদালতের রায়ে দেশের প্রথম যুদ্ধাপরাধী হিসেবে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।

জন্ম
•    ১৮৮০ - বাঙালি রাজনীতিবিদ মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
•    ১৯৩৪ - সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।
   
মৃত্যু
•    ১৯৮৬ – একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী রশিদ চৌধুরী।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসএমএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।