ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

সবই ক্যামেরার কল্পনা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
সবই ক্যামেরার কল্পনা

যদি আপনার হাতে ক্যামেরা থাকে, আর থাকে কল্পনাশক্তি, তাহলে পৃথিবীকে আপনার মনের মতো বানাতে পারবেন। হ্যাঁ, এটাই সত্যি! বিশ্বাস হচ্ছে না তো! ঝটপট নিচের ছবিগুলো দেখে নিন!


ছোট্ট ক্লক টাওয়ারটি দেখে কি মনে হয় এটি মোটেও মূল ছবির অংশ নয়!


দাঁড়ানোর জন্য বোতেলের ছিপি কিন্তু যথেষ্ট!


ডানামেলা পাখিগুলোকে যদি স্বচ্ছ বোতলে ভরে রাখা যেত, কী ভালোটাই না হতো, তাই না! কল্পনাশক্তিই আসলে সব!


হেলানো দালানে পা এলিয়ে বিশ্রাম।




বাল্বে যদি সূর্যের আলো ধরে রাখা যায় তবে কেমন হয়? থমাস এডিসন কিন্তু এভাবেই বৈদ্যুতিক বাতি তৈরির ধারণা পেয়েছিলেন।


হাওয়াই বেলুন ফুলিয়ে এত বড়!


শীতের সকালের ধোঁয়া ওড়া কফিতেই যদি উষ্ণস্নান সেরে নেওয়া যায়, মন্দ হয় না।


বালিকা, তোমার চুলের সিঁথি যেন দূর গাঁয়ের মেঠোপথ!


ঘুরন্ত চর্কি যদি হয় সাইকেলের চাকা তবে এটিই বিশ্বের সবচেয়ে বড় সাইকেলের টায়ার, তাই না?


এনিমেশনের মূল উপাদান কল্পনা।


ওরে বাবা, এত বড় পায়ের পাতা!

তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসএমএন/টিকে
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।