ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

চলে যেও না বন্ধু...(ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
চলে যেও না বন্ধু...(ভিডিওসহ) ছবি: সংগৃহীত

ঢাকা: ভালোবাসার কোনো সংস্কৃতি নেই, নেই কোনো বাঁধ। ভালোবাসায় নেই কোনো জাতি, নেই কোনো ধর্ম।



এটি চাঁদের আলোর মতো বিশুদ্ধ আর অসাধারণ এক অনুভূতি। যার জন্ম মানুষ তথা সব প্রাণীর হৃদয়ে। সংযুক্ত ভিডিওটিই তার প্রমাণ।
 
গল্পটা হলুদ পাখি-সবুজ পাখির। সবুজ পাখিটা হঠ‍াৎই মরে গেলো। তবে তার মৃত্যুটাকে কোনোমতেই মানতে পারছে না হলুদ পাখি। বারবার ঠোঁট দিয়ে মৃত বন্ধুর মাথায় ঠোকর দিচ্ছে। নাহ, কিছুতেই জাগছে না প্রিয় বন্ধু।

ভিডিওগ্রাহক একটা টিস্যুতে মৃত সবুজ পাখিটার দেহ মুড়ে দিচ্ছিলেন। হলুদ পাখিটা টিস্যুর ভেতরে মাথা ঢুকিয়ে শক্ত করে ছুঁয়ে রইলো সবুজ পাখিটাকে। শেষমেষ না পেরে ভিডিওগ্রাহকের আঙুলে কামড়ে দিলো, ‘কেন সরিয়ে নিচ্ছো ওকে আমার কাছ থেকে!’

ফের জাগানোর চেষ্টা করলো মরে যাওয়া পাখিটাকে। টিস্যুতে মোড়া পাখিটাকে ওপরে তুলে নেওয়ার পরও হাল ছাড়ছিল না হলুদ পাখিটা। ঘুরে ফিরে বন্ধুকে নিজের কাছে নামিয়েই আনলো। বসে রইলো তার মাথার কাছে।

ভালোবাসাকে বিদায় দেওয়া কি এতোই সহজ! ভালোবাসা না বোঝে জন্ম, না বোঝে মৃত্যু। তা সর্বকালে, সবার জন্য।

ভিডিও:


বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসএমএন/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।