ঢাকা: স্থাপত্যকলার শিল্পগত মান রয়েছে। এটি খেয়ালিপনার বিষয় না।
বিশ্বের ছয়টি অদ্ভুত, পাগলাটে আর বিস্ময়কর বাড়ির নকশা নিয়ে এবারের আয়োজন-
ড্রিনা নদীতে শিলাখণ্ডের উপর দাঁড়িয়ে রয়েছে হাউজ অন দ্য রক বাড়িটি। এটি পশ্চিম সার্বিয়ার বাজিনা বাস্তা শহর। রাজধানী বেলগ্রেড থেকে এর দূরত্ব ৯৯ মাইল।
ওমা, বাড়িটা উল্টে গেলো! আপসাইড ডাউন হাউজের বেসমেন্টে গাড়িটাও আছে উল্টে! কিন্তু না, বাড়িটি এভাবেই বানানো। স্থান রাশিয়ার সাইবেরিয়ান শহর ক্রাশনুইয়ার্স্ক।
দমকা হাওয়ায় বাড়িটা কী স্লিপ কেটে লুটিয়ে পড়লো নাকি! বাড়ির দরজাটা দেখেছেন, উংল্যান্ডের মারগেট শহরের এ বাড়িতে মেঝে ফুঁড়ে প্রবেশ করে উপরতলায় যেতে হবে বুঝলেন।
বাতাসে উড়ছে লন্ডন কনভেন্ট গার্ডেনের ভাঙা এক ফালি। অবশিষ্টটুকু মাটিতে।
আইভরি কোস্টের সাবেক রাজধানী আবিজানের এ বাড়িটি তৈরি বিরাট কুমিরের আদলে। কুমিরের পেটের ভেতর থাকার অনুভূতি কী তা এ বাড়ির বাসিন্দারাই বোধহয় ভালো জানেন!
বাড়ি না গাড়ি? গাড়ির ভেতরের অন্দরসজ্জা একটি বেডরুমের মতো করে সাজানো হয়েছে। নেদারল্যান্ডে আমস্টারডামের একটি হোটেলের বাইরে চার মিটার উঁচু খুঁটির ওপর গাড়িটি স্থাপন করা হয়েছে।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসএমএন/এএ