ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

মা হারা ইঁদুরছানার আশ্রয় মা হাঁস!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
মা হারা ইঁদুরছানার আশ্রয় মা হাঁস!

ঢাকা: মায়েরা সবসময়ই উষ্ণ হৃদয়ের। এই মা হাঁসটি তার ছানাদের সঙ্গে ডানার নিচে উষ্ণতা দিচ্ছে মা হারা ছোট ইঁদুরছানাকেও।



মাত্র এক সপ্তাহের ব্যবধানে তীক্ষ্ণ কান, ছোট লেজ, ধূসর-বাদামি লোম আর চোখা ঠোঁটের প্রাণীটি বনে গেছে হংস পরিবারের সদস্য।

হাঁসছানাদেরও উড়ে এসে আদরে ভাগ বসানো ইঁদুরটিকে নিয়ে নেই কোনো আক্ষেপ।

পশ্চিম অস্ট্রেলিয়াবাসী রেক্স এ হাঁসগুলো পালেন। মা হাঁস ডিম পেড়েছে কিনা দেখতে গিয়ে লোমশ ছোট প্রাণীটিকে আবিষ্কার করেন তিনি।

হাঁসের বাসায় যখন ধেড়ে ইঁদুরের ছানাটিকে দেখেন তখন রেক্সের মনে হয়, আরে তুমি এখানে কী করছো?

কাছে যেতেই বুঝলেন পরিত্যক্ত প্রাণীটিকে আশ্রয় দেওয়ায় হাঁস পরিবারকে নিজের ভাবতে শুরু করেছে ইঁদুর ছানাটি।

তিনি জানান, বাচ্চা ইঁদুরটি কিছুদিন আগে হাঁসের বাসা ছেড়ে চলে যায়, কিন্তু দ্রত আবার এখানেই ফিরে আসে।

যদিও ইঁদুর আর হাঁসের এ সখ্যতা সচরাচর দেখা যায় না, তবুও এমন অদ্ভুত দৃশ্য রেক্স এর আগে অনেকবারই দেখেছেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।