ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা সুভাষ দত্তের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা সুভাষ দত্তের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৯ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার। ২৭ মাঘ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮৯৫ - উইলিয়াম জি. মরগ্যান ভলিবল খেলার প্রচলন করেন।
•     ১৯০০ - ডেভিস কাপ টেনিস টুর্নামেন্ট শুরু।
•     ১৯৫৭ - মাওলানা ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলন সংগঠিত।

জন্ম
•     ১৯৩০ - বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা সুভাষ দত্ত। তিনি ষাটের দশক থেকে বাংলা চলচ্চিত্রে অবদান রেখেছেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘সুতরাং’ (১৯৬৪) ও সর্বশেষ চলচ্চিত্র ‘ও আমার ছেলে’ (২০০৮)।

মৃত্যু
•     ১৯৭৪ - বাঙালি শিল্প সমালোচক ও অধ্যাপক অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ভারতের ভাস্কর্য, রূপশিক্ষা, ভারতের শিল্প ও আমার কথা।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।