প্রকৃতিতে এমনটা হয় না। পাখিরা কখনো স্বেচ্ছায় নিজের সঙ্গীসাথীদের ছেড়ে মানুষের কাছে যায় না।
ঘটনাটা এরকম। জাপানের সাইতামা প্রিফেকচারের অন্তর্গত ফুকায়া অঞ্চলের বাসিন্দা বৃদ্ধা ইয়োশিকো ফুজিনো গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝিতে একদিন স্থানীয় স্কুলের বাচ্চাদের ট্রাফিক গাইড হিসেবে কাজ করছিলেন। হঠাৎই কোত্থেকে একটা ছোট্ট চড়ুই পাখি তাঁর কাঁধে এসে বসল। বসল তো বসল, কাঁধ থেকে নামার নামটি আর নেই। বৃদ্ধা ফুজিনোর কাঁধে চড়ে তার বাড়ি পর্যন্ত চলে এলো চড়ুইটা। এরপর আর সে ওদের ছেড়ে যায়নি। বাচ্চাদের যেমন নাম রাখা হয়, আদর করে তারাও ওর নাম রাখলেন পি চান(Pee Chan)।
ফুজিনো চড়ুইটার ব্যাপারে নিজের ভালোবাসার কথা জানালেন এভাবে: ও পরিবারের সদস্যের মতোন। খুবই স্বস্তি দেয়। (কাজ শেষে) একটা চড়ুই পাখির জন্য বাড়ি ফেরার মজাই আলাদা। আমার নাতি-নাতনীরা সবাই এখন বড় হয়ে গেছে। কেউ আর ছোটোটি নেই। ’
মানে বৃদ্ধা ফুজিনোর কাছে পি চান নামের আদুরে চড়ুইটাই এখন পরিবারের সবচে ছোট সদস্য। ভিডিওটা দেখুন:
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
জেএম