ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

১ লাখ পাউন্ড ছাড়ে বিক্রি হবে ব্যক্তিগত দ্বীপ গিগালাম!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
১ লাখ পাউন্ড ছাড়ে বিক্রি হবে ব্যক্তিগত দ্বীপ গিগালাম!

ঢাক‍া: বাড়ি নিজের হয়, ব্যক্তিগত গাড়ি বা ব্যবসায় প্রতিষ্ঠান তো হয়ই। তাই বলে ব্যক্তিগত দ্বীপ! যা হবে একেবারেই নিজের সম্পত্তি!

স্কটল্যান্ডের পশ্চিম উপকূলীয় দ্বীপ গিগালাম।

ইসলে অব গিঘার কাছের এ দ্বীপ থেকে মাত্র ১৫ মাইল দূরেই অবস্থিত সাবেক বিটলস পল ম্যাককার্টনির স্কটিস স্টেট।


১৯ একরের দ্বীপটিতে রয়েছে আধুনিক গড়নের তিন বেডরুমের একতলা একটি বাড়ি, ব্যক্তিগত সৈকত ও নিজস্ব জেটি। সম্প্রতি দ্বীপটি বিক্রির দাম থেকে কমেছে একলাখ পাউন্ড।


গত গ্রীষ্মে এর বাজারদর ছিলো পাঁচলাখ ৫০ হাজার পাউন্ড। কিন্তু এর ছয়মাস পর কোনো ক্রেতা -বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ না করায় বাড়ির দাম এক লাখ পাউন্ড কমিয়ে দেওয়া হয়।


বর্তমানে দ্বীপটি কেনা যাবে চার লাখ ৫০ হাজার পাউন্ডে। যার বাংলাদেশি মূল্য পাঁচ কোটি দশ লাখ ৫০ হাজার প্রায়।
গিগালাম দ্বীপ থেকে মূল ভূমিতে যাওয়ার একমাত্র উপায় প্রাইভেট বোট। খেয়া পারাপারে সময় লাগে প্রায় দুই ঘণ্টা।

মনোরম প্রাকৃতিক দৃশ্যে ঘেরা দ্বীপের সৌন্দর্যের অংশবিশেষ হিসেবে রয়েছে সিল, ভোঁদড় আর ডলফিন। যারা নির্ভয়ে দিনরাত পাড়ি দেয় সেখানে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।