ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

একেই বলে সাপে-নেউলে লড়াই

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
একেই বলে সাপে-নেউলে লড়াই ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ অ‍াফ্রিকার বিষধর সাপের মধ্যে ব্লুমস্ল্যাঙ একটি। কিন্তু নেউলে কি আর সাপের বিষ মানে? সাপ দেখলে একটু খোঁচাখোঁচি না করলে বেজি বা নেউলের ভালো লাগে না।

তাইতো কোনো কথাবার্তা ছাড়াই আক্রমণ করে বসলো গেছো সাপটিকে।

নামিবিয়ার এতোশা ন্যাশনাল পার্কের একটি গাছে গা বিছিয়ে ব্লুমস্ল্যাঙ বিশ্রাম করছিলো। তখন নেউল ধীরে ধীরে ব্লুমস্ল্যাঙের কাছে আসে। গাছে ওঠ‍ার পর অস্থিরচিত্তে সাপের মাথার কাছে এগোতে থাকে। সাপটি শরীরের ঝটকা দিয়ে নেউলটিকে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। কিন্তু নেউল তো নড়লোই না বরং মুখ বাড়িয়ে কামড়ে দিলো সাপের মুখে।

ছবিগুলো তুলেছেন এলানা এরাসমাস। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াবাসী এলানার বয়স ৪৮ বছর।

সেদিন সকালের ফটোগ্রাফি সেশন শেষ করে তিনি যখন ক্যাম্পে ফিরছিলেন তখন পথের ধারের একটি গাছে সাপের ওপর নেউলের আক্রমণের এ দৃশ্য দেখেন।    

অনবরত সাপের মাথায় কামড়াতে লাগলো নেউল। অন্যদিকে সাপটি গা ঝাড়া দিয়ে আক্রমণ থেকে বাঁচতে সরে যাওয়ার চেষ্টা করছিলো। তবে সাপটি যদি একটু কামড়ে না দেয় তাহলে কি আর মান থাকে! তাই সেও দিলো পাল্টা কামড়।

পুরো ঘটনায় পরিষ্কার বোঝা গেছে, ধূর্ত নেউল ছিলো শিকারি আর সাপটি ছিলো ভুক্তভোগী। ধ্বস্তাধ্বস্তিতে এক পর্যায়ে নেউল গাছ থেকে পড়ে যায়। কিন্তু যুদ্ধ অক্ষুণ্ন রাখতে অমনি আবার গাছে চড়ে নির্যাতন শুরু করে সাপটিকে। এক পর্যায়ে জয় হয় নেউলের আর হেরে যায় বিষাক্ত ক্লান্ত সাপটি।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়‍ারি ১৯, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।