ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

সমুদ্রতলের ৮ রেস্তোরাঁ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
সমুদ্রতলের ৮ রেস্তোরাঁ

ঢাকা: সারাবিশ্বে বিভিন্ন রকম রেস্তোরাঁ রয়েছে। উঁচু ভবনের ছাদ, পাহাড়ের চূড়া, পানির উপর বিভিন্ন নান্দনিক রেস্তোরাঁর খবরাখবর আমরা জানি।

এতো জায়গায় যখন রয়েছে তাহলে গভীর সমুদ্রতলে কেন রেঁস্তোরা বানানো যাবে না! তাও রয়েছে।

আজ আমরা জানবো বিশ্বের আটটি আন্ডারওয়াটার রেস্টুরেন্ট সম্পর্কে-

ইথা আন্ডার সি রেস্টুরেন্ট
কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড হোটেলের এ রেস্টুরেন্টটির চারদিকে কাচের দেওয়াল। এটিই প্রথম সমুদ্রতলের রেস্টুরেন্ট। সমুদ্রপৃষ্ঠের ১৬ ফুট নিচে এটি অবস্থিত।

আল মাহারা
আরবিতে আল মাহারা মানে হচ্ছে ঝিনুকের খোল। চারপাশে অ্যাকুয়ারিয়াম বেষ্টিত রেঁস্তোরাটির মেঝে থেকে সিলিং অব্দি স্বচ্ছ কাচের দেয়াল। শেফ আপনার দেওয়া অর্ডার প্রস্তুত করতে করতে উপভোগ করতে পারবেন সাগরতলের নীলচে পরিবেশ।

গিনেস ডিপ সি বার
বাল্টিক সাগরের স্টকহোম দ্বীপমালার এই সাবমেরিনটি বিশ্বের সর্বপ্রথম সাগরতলের বার। এটি তৈরি করা হয়েছিলো এ দ্বীপের ১৫০তম জয়ন্তী উপলক্ষে।

রেড সি স্টার, এলাট, ইসরায়েল
এ অ‍ান্ডারওয়াটার রেস্তোরাঁটি এলাটের প্রবালদ্বীপে অবস্থিত। এর দু’টি সেকশন রয়েছে। একটি উপরে ও একটি জলপৃষ্ঠে। উপরের সেশনটি মেট্রো বার। এখানে আকাবা উপসাগরের দৃশ্য উপভোগ করা যাবে। সমুদ্রপৃষ্ঠের সঙ্গে লাগোয়া অংশটি রেস্তোরাঁ। প্রতিটি টেবিলে রয়েছে দু’টি করে জানালা। রাতে চারপাশের প্রবালবাগানে আলোকসজ্জার করা হয়।

অ্যাকুয়ারিয়াম রেস্ট্ররেন্ট, ন্যাশভিল
এ রেস্তোরাঁটি দুই লাখ গ্যালনের একটি অ্যাকুয়ারিয়ামে বেষ্টিত। এতে রয়েছে ক্যারিবিয়ান সাগর, হাওয়াই, দক্ষিণ প্রশান্ত মহাসাগর ও ভারত সাগরের একশো প্রজাতিরও বেশি রঙিন ও ট্রপিক্যাল মাছ।

আনানতারা কিহাভা মালদ্বীপ ভিলা
চারদেয়াল ও ছাদটাও কাচের। এখানে বসে সুস্বাদু মধ্যাহ্ন বা নৈশভোজনের সময় দেখতে পাবেন মাছ, কচ্ছপ এমনকি হাঙরও। প্রতিটি টেবিলে রয়েছে মালদ্বীপের রিফ ফিশের একটি করে বই। যেখান থেকে বিভিন্ন প্রজাতির মাছ সম্পর্কে জানতে পারবেন।  

সাবসিক্স, মালদ্বীপ
মালদ্বীপের PER AQUUM নিয়ামা রিসোর্টে অবস্থিত এ রেঁস্তোরাটি। ভারত সাগরের ছয় মিটার গভীরে অবস্থিত এটি।

রিয়েল পসেইডন
চলতি বছরের ফেব্রুয়ারির ১ তারিখ রিয়েল পসেইডন দিয়ে ভারত শুরু করেছে তাদের প্রথম আন্ডারওয়াটার রেস্তোরাঁ। আহমেদাবাদে ভূপৃষ্ঠ থেকে ২০ ফুট নিচে অবস্থিত এ রেঁস্তোরাটি। তবে খোলার দু’দিন বাদেই তা বন্ধ হয়ে যায়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।