ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

মুঘল সম্ৰাট হুমায়ুনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
মুঘল সম্ৰাট হুমায়ুনের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৬ মার্চ ২০১৬, রবিবার। ২৩ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৭৫ - রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়।
•     ১৭৯৯ - নেপোলিয়ন প্যালেস্টাইনের জাফা দখল করেন।
•     ১৯৩০ - লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু।
•     ১৯৪৪ - মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।
•     ১৯৭৫ - ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত বিরোধ নিরসন সংক্রান্ত আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম
•     ১৪৭৫ - রেনেসাঁ যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি ও কবি মাইকেলেঞ্জেলো।
•     ১৫০৮ - দ্বিতীয় মুঘল সম্ৰাট হুমায়ুন। সম্রাট বাবরের প্রথম ছেলে হুমায়ুন। বাবার মৃত্যুর তিনদিন পর তিনি দিল্লীর সিংহাসনে বসেন। ১৫৩০ সাল থেকে ১৫৫৬ সালের মধ্যে তিনি দুই দফায় রাজ্য পরিচালনা করেন। বর্তমান আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের উত্তরাঞ্চল তার রাজ্যের আওতাভুক্ত ছিলো।
•     ১৭৮৭ - জার্মান আলোকবিজ্ঞানী ইয়োসেফ ফন ফ্রাউনহোফার।

মৃত্যু
•     ১৯৬২ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী অম্বিকা চক্রবর্তী। প্রথম মহাযুদ্ধে বিপ্লবী দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় ১৯১৬ সালের শেষের দিকে গ্রেফতার হন। ১৯১৮ সালে বিপ্লবী সূর্য সেনের সঙ্গে চট্টগ্রামে একটি বিপ্লবী ঘাঁটি গড়ে তোলেন। তবে ১৯২৩ সালের ১৪ ডিসেম্বর রেল কোম্পানির টাকা ডাকাতির পর পুলিশ ত‍াদের গোপন ঘাঁটি ঘিরে ফেলে। এসময় পুলিশের সঙ্গে তাদের একটি খণ্ডযুদ্ধ হয়। যেখানে সূর্য সেন আহত হন ও অম্বিকা বিষ পান করেন তবে আকস্মিকভাবে বেঁচে যান।

১৯৪৬ সালে তিনি কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন। দেশ বিভাগের পর উদ্বাস্তু পুনর্বাসনের জন্য একটি সমবায় গঠন করেন। এসময় ভারতের প্রথম সাধারণ নির্বাচনে বিজয়ী হন ও বঙ্গীয় সাধারণ সভার সদস্য হন। এর দু’বছর বাদে ১৯৪৮ সালে কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষণা হওয়ার পর আত্মগোপন করেন অম্বিকা চক্রবর্তী। ১৯৬২ সালের ০৬ মার্চ কলকাতায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।  

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।