ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

গরিলার জমজ সন্তান!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
গরিলার জমজ সন্তান! ছবি: সংগৃহীত

ঢাকা: কেন্দ্রীয় আফ্রিকার একটি গরিলা সংরক্ষণ কেন্দ্রে মা গরিলা জমজ বাচ্চা দুটোকে জড়িয়ে বসে রয়েছে। সুস্থ বাচ্চা দু’টি মা মালুই ও বাবা মাকুম্বার সন্তান।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের ডিজাঙ্গা-সাঙ্ঘা প্রটেক্টেড এরিয়ার প্রথম জমজ গরিলা এরা।

পশ্চিমা নিম্নভূমির এ গরিল‍ারা সংখ্যায় অনেক। এদের মোট সংখ্যা আসলে কত তা বলা কঠিন, কারণ এদের বসবাস মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত ও ঘন অঞ্চলে।  


তবে এ প্রজাতিটি বর্তমানে হুমকির মুখে। কারণ গরিলার শরীরের বিভিন্ন অংশ দিয়ে খাদ্য, ওষুধ তৈরি ও সৌন্দর্যবর্ধনের জন্য এসব গরিল‍াদের শিকার করা হয়।

ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচারের (ডব্লিউডব্লিউএফ) এক মুখপাত্র জানান, পাহাড়ি গরিলাদের মতো পশ্চিমা নিম্নভূমির গরিলারাও প্রায় বিপন্ন। নতুন গরিলা জমজ দু’টি নিঃসন্দেহে ডিজাঙ্গা-সাঙ্ঘার জন্য আশাস্বরূপ। পূর্ব দিকের গরিলাদের একাধিক জমজের রেকর্ড রয়েছে কিন্তু পশ্চিমা গরিলাদের জন্য এ ঘটনা খুবই বিরল।


ডব্লিউডব্লিউএফ এর আফ্রিকান গ্রেট অ্যাপ প্রোগ্রামের নেতা ডেভিড গ্যারির জানান, ডিজাঙ্গা-সাঙ্ঘা সংরক্ষণ কেন্দ্রে এরাই প্রথম জমজ গরিলা। যারা বিগত ১৬ বছর ধরে এখানে গরিলাদের বাসস্থান তৈরি ও সংরক্ষণ করে আসছেন তাদের জন্য এটি অত্যন্ত খুশির খবর।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।