ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

প্রাগৈতিহাসিক যুগের পাখি গ্যাস্টোরনিসের উচ্চতা ৬ ফুট!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
প্রাগৈতিহাসিক যুগের পাখি গ্যাস্টোরনিসের উচ্চতা ৬ ফুট!

ঢাকা: ৫৩ লাখ বছর আগের কথা। পাখিটির উচ্চতা ছিলো ছয় ফুট! ডানা ছিলো, তবে তা শরীরের তুলনায় বেশিরকম ছোট।

তাই হয়তো সে উড়তে পারতো না।

প্রাগৈতিহাসিক যুগের এ পাখির প্রজাতির নাম গ্যাস্টোরনিস। বসবাস ‍ছিলো জলাভূমিকেন্দ্রিক। বর্তমানে তার ফসিলের হদিস পাওয়া গেছে হিমায়িত আর্কটিকে।


গবেষকরা ইংল্যান্ডের এলসমেয়ার দ্বীপে আবিষ্কৃত দানব পাখিটির পায়ের আঙুলের হাড় পরীক্ষা করে দেখেছেন। তারা নিশ্চিত করেছেন এ হিমাঞ্চলে ছিলো এ পাখির বসতি।

১৯৭০ সালের আবিষ্কারের পর এটিই প্রথম প্রমাণ যে এ প্রজাতিটি আর্কটিক বলয়ের উপরি অঞ্চলে বসবাস করতো। চাইনিজ একাডেমি অব সায়েন্সেস ও ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের দেওয়া তথ্যমতে, এই ফসিলটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়মিংয়ে পাওয়া অ‍ারও একটি পাখির পায়ের আঙুলের হাড়ের মতো।

ফসিলগুলো প্রাগৈতিহাসিক যুগের পাখি গ্যাস্টোরনিসের হতে পারে বলে উল্লেখ করেন তারা।

উদ্ভট এ পাখিটির ওজন কয়েকশো পাউন্ড ও এর মাথা ঘোড়ার মাথার মতো বড় ছিলো বলে ধারণা বিশেষজ্ঞদের। পাখিটিকে দেখে মাংসাশী মনে হলেও সাম্প্রতিক গবেষণায় বলা হয়, গ্যাস্টোরনিস সম্ভবত গাছের পাতা, বীজ, শক্ত ফল ও বাদামের ওপর জীবনধারণ করতো।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৬
এসএমএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।