ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

সাহিত্যিক সোমেন চন্দের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
সাহিত্যিক সোমেন চন্দের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৮ মার্চ ২০১৬, মঙ্গলবার। ২৫ ফাল্গুন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১০১০ - কবি ফেরদৌসী তার বিখ্যাত মহাকাব্য শাহনামা সমাপ্ত করেন।
•     ১৭২২ - গুলনাবাদ যুদ্ধের সময় ইরানের সম্রাট সাফাভিদ একজন আফগান সৈন্যের কাছে পরাজিত হন।
•     ১৮১৭ - নিউইয়র্কের শেয়ার মার্কেটের প্রতিষ্ঠা।
•     ১৮৩৬ - কলকাতায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন।
•     ১৮৬৫ - নর্থ সি ও আমস্টারডামের ভেতর সংযোগকারী খালের নির্মাণ কাজ শুরু।
•     ১৮৭৬ - আলেকজান্ডার গ্রাহাম বেল তার প্রথম টেলিফোনের পেটেন্ট নেন।
•     ১৮৯৪ - নিউইয়র্ক শহরে সর্বপ্রথম কুকুরের লাইসেন্স।
•     ১৯১১ - দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্থান পায়।
•     ১৯১৭ - পেট্রোগ্রাদে রুশ বিপ্লব শুরু।
•     ১৯৪৯ - ফ্রেন্স ইউনিয়নের অভ্যন্তরে ভিয়েতনামের স্বাধীনতা লাভ।
•     ১৯৫৪ - পূর্ববঙ্গ পরিষদের নির্বাচন। ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়, ২৩৭টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৭টি ও মুসলিম লীগ ৯টি আসন পায়।
•     ১৯৫৭ - ঘানা জাতিসংঘে যোগদান করে।

জন্ম
•     ১৮৫৪ - আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম হোরান।

মৃত্যু
•     ১৮৭৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি মিলার্ড ফিল্মোর।
•     ১৯৩০ - মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭তম রাষ্ট্রপতি ও ১০ম প্রধান বিচারপতি উইলিয়াম হাওয়ার্ড ট্যাফট।
•     ১৯৪২ - মার্ক্সবাদী সাহিত্যিক সোমেন চন্দ। তার জন্ম ১৯২০ সালের ২৪ মে নরসিংদী জেলায়। ১৯৩৬ সালে পগোজ স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন ও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। পরবর্তীতে প্রগতি লেখক সংঘে যোগ দেন। পাশাপাশি মার্ক্সবাদী রাজনীতি ও সাহিত্য আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেন। সোমেন চন্দই প্রথম যিনি বাংলা সাহিত্যে গণসাহিত্যের ওপর কাজ করেছেন। ১৯৪১ সালে সোমেন চন্দ প্রগতি লেখক সংঘের সম্পাদক নির্বাচিত হন। দারুণ প্রতিভাবান সোমেন চন্দের লেখা সাধারণত প্রগতি লেখক সংঘের সাপ্তাহিক বা পাক্ষিক সভাগুলোতে পড়া হতো। ১৯৪০ সালে ক্রান্তি পত্রিকায় তার বনস্পতি গল্পটি ছাপা হয়। মৃত্যুর পর তার বিভিন্ন গল্প সংকলন প্রকাশ পায়। ১৯৭৩ সালে রণেশ দাশগুপ্ত তার গল্পসগলোর একটি সংকলন সম্পাদনা করেন। তার রচিত ‘ইঁদুর’ গল্পটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।