ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

কথাসাহিত্যিক বিমল মিত্রের জন্ম, বুদ্ধদেব বসুর মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
কথাসাহিত্যিক বিমল মিত্রের জন্ম, বুদ্ধদেব বসুর মৃত্যু বিমল মিত্র ও বুদ্ধদেব বসু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৮ মার্চ ২০১৬, শুক্রবার। ৪ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৮০০ - শ্রীরামপুর মিশনে ‘মিশন সমাচার’ বই ছাপার মাধ্যমে বাংলা ভাষায় প্রথম মুদ্রণকাজ শুরু হয়।  
•     ১৯৬৫- সোভিয়েত নভোচারি আলেক্সি নিকোলায়েভিচ লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন।

জন্ম
•     ১৯১২- কথাসাহিত্যিক বিমল মিত্র। তার প্রথম উপন্যাসের নাম ‘চাই’।   সাহেব বিবি গোলাম উপন্যাস লিখে খ্যাতি অর্জন করেন তিনি। তার অন্য বিখ্যাত উপন্যাস কড়ি দিয়ে কিনলাম, একক দশক শতক, চলো কলকাতা, পতি পরম গুরু ইত্যাদি।

মৃত্যু 
•     ১৯৭৪ - কবি, কথাসাহিত্যিক, সমালোচক ও সম্পাদক বুদ্ধদেব বসু। বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকের নতুন কাব্যরীতির সূচনাকারী কবি তিনি। খুব কম বয়স থেকেই সাহিত্য জগতে তার বিচরণ। তার একটি নাটকের দলও ছিলো। প্রগতি ও কল্লোল দু’টি পত্রিকায় লিখে তিনি সমসাময়িক ধারার বাইরে এসে সৃজনশীল সাহিত্যধারা প্রবাহিত করেন।   ইংরেজি ভাষায় কবিতা, গল্প ও প্রবন্ধ লিখে তিনি ইংল্যান্ড ও আমেরিকায় প্রশংসিত হয়েছেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।