ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফিচার

অদ্ভুত মাছ বোনি-ইয়ারড অ্যাজফিশ (ভিডিওসহ)

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
অদ্ভুত মাছ বোনি-ইয়ারড অ্যাজফিশ (ভিডিওসহ) ছবি: সংগৃহীত

ঢাকা: সাগরতলের রহস্য এখনও পুরোপুরি ভেদ করা যায়নি। রহস্যময় প্রাণীরা আজও বিচরণ করছে গভীর সমুদ্রজলে।



বোনি-ইয়ারড অ্যাজফিশও তেমন এক আজব প্রাণী। মোটা গোল মাথার সরু দেহের মাছটি দেখতে অনেকটা ব্যাঙাচি ও বাইনমাছের সংমিশ্রণ।

১৮৮৭ সালে বিজ্ঞানীরা মাছটির নাম দেন অ্যাকানথোনাস আর্মাটাস।

ন্যাশনাল জিওগ্রাফির রিপোর্ট অনুযায়ী, ব্রিটিশ কলোম্বিয়া উপকূলে পাওয়া মাছটিকে জাদুঘরে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়েছে।

নরম অস্থির অদ্ভুত মাছটি দ্রুত চলাচল করতে পারে। সমুদ্রের দেড় হাজার থেকে প্রায় সাড়ে চার হাজার মিটার গভীরে এদের বিচরণ। বোনি-ইয়ারড অ্যাজফিশ লম্বায় হয় প্রায় ১৫ ইঞ্চি পর্যন্ত।

তথ্যসূত্র: ইন্টারনেট।



বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।