ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

জিল্লুর রহমান ও কাজী ইমদাদুল হকের প্রয়াণ দিবস

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
জিল্লুর রহমান ও কাজী ইমদাদুল হকের প্রয়াণ দিবস

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২০ মার্চ ২০১৬, রবিবার। ৬ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৩৯ - নাদির শাহ দিল্লি দখল করেন।
•     ১৭৬০ - অগ্নিকাণ্ডে বোস্টনে ৩৪৯টি বাড়ি পুড়ে যায়।
•     ১৮১৫ - নেপোলিয়ন প্যারিসে ফিরে আসেন এবং ফ্রান্সের সাত দিনের দায়িত্ব নেন।
•     ১৯২৯ - মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের গ্রেফতার করা হয়।
•     ১৯৩৫- ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।
•     ১৯৯১ - খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
•     ২০০৩ – ইরাকে মার্কিন হামলা শুরু।

জন্ম
•     ১৮২৮ - নাট্যকার হেনরিক ইবসেন।

মৃত্যু
•     ১৯২৬ - সাহিত্যিক কাজী ইমদাদুল হক। কবিতা,  উপন্যাস, প্রবন্ধ, শিক্ষা ও নীতিমূলক  শিশুসাহিত্যে তার খ্যাতি রয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে- আঁখিজল, মোসলেম জগতে বিজ্ঞান চর্চা, ভূগোল শিক্ষা প্রণালী, নবীকাহিনী, প্রবন্ধমালা, কামারের কাণ্ড ও আবদুল্লাহ।

•     ২০১৩- বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি জিল্লুর রহমান।   বায়ান্নর  ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রায় সব আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে ছিলো তার সক্রিয় অংশগ্রহণ। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।