ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২১ মার্চ ২০১৬, রবিবার। ০৭ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৪১৩ - পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
•     ১৬১০ - রাজা প্রথম জেমস হাউস অব কমন্সে বক্তব্য দেন।
•     ১৭৯১ - ব্রিটিশ সৈন্যরা টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেন।
•     ১৮৩৬ - কলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়।
•     ১৯১৯ - সোভিয়েত প্রজাতন্ত্র ঘোষণা।
•     ১৯৬৫ - মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।
•     ১৯৭৫ - ইথিওপিয়ায় সামরিক সরকার কর্তৃক রাজকীয় সম্রাটের পদ বিলোপ।
•     ১৯৭৭ - পার্লামেন্ট নির্বাচনে নিজ আসনে পরাজিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পদত্যাগ।
•     ১৯৮৫ - বাংলাদেশে গণভোট হয়।
•     ১৯৯১ - কুয়েতি তেলকুপের ধোয়ায় সৌদি বিমান বিধ্বস্ত। নিহত ৯৮ জন।

জন্ম
•     ১৮৮৭ - ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মানবেন্দ্রনাথ রায়।
•     ১৯১৬ - ভারতীয় সানাই বাদক ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব।

মৃত্যু
•     ২০০৩ - অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সাবেক সভাপতি অসিতকুমার বন্দ্যোপাধ্যায়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।