ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে আখের রস বিক্রেতাদের আখ সংগ্রহের মূল জায়গা এই শ্যামবাজার আড়ৎ।
দেশে বিভিন্ন জায়গা থেকে আখ সংগ্রহ করে এনে রাজধানীর শ্যামবাজারে পাইকারি হারে বিক্রি করে ব্যবসায়ীরা।
সাভার, টাঙ্গাইল, মানিকগঞ্জসহ দেশের অনেক এলাকা থেকেই আসে এই সর্বমৌসুমী ফলটি- জানান ব্যবসায়ী রবিউল।
আড়ৎদার চাঁনমিয়া বলেন, মূলত রস বিক্রতারাই বেশি আসেন এখানে, তবে বাজারের খুচরা ব্যবসায়ীরাও নিয়মিত আসেন।
প্রকারভেদে শখানেক আখের দাম ৮০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত হয়।
বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
জেডএম