ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফিচার

কলম্বিয়ার সবচেয়ে স্থূলকায় ব্যক্তি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
কলম্বিয়ার সবচেয়ে স্থূলকায় ব্যক্তি

ঢাকা: কলম্বিয়ার সবচেয়ে স্থূলকায় ব্যক্তি তিনি। ওয়েট লস ক্লিনিকে চিকিৎসা নিতে যাওয়ার জন্য ২০ জন সহযোগী ও একটি ফায়ার ট্রাক ডেকে পাঠাতে হয় তাকে।


 
কয়েক দশক ধরে কেবল জাঙ্কফুড খেয়ে অস্কার ভাস্কেস মোরালেস (৪৪)-এর ওজন দাঁড়িয়েছে প্রায় চারশো কেজি! ডাক্তাররা মোরালেসকে বলেই দিয়েছেন, ওজন না কমালে তাকে ভুগতে হবে অনেক।

বাধ্য হয়ে মোরালেস পামিরা শহরের স্থানীয় হার্ট ফাউন্ডেশনে যান। সেখানকার একদল বিশেষজ্ঞ তার ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা করছেন। তার মূল চিকিৎসা শুরু হওয়ার পর হলো আরেক বিপত্তি– মোরালেস কয়েক বছর ধরে নিজে নিজে হাঁটেননি। বাথরুমে যাওয়া থেকে শুরু করে জামাকাপড় পরা- সবকিছুতেই অন্যের সাহায্য নিতে হয় তাকে।

বর্তমানে তিনি পুষ্টিবিদ, একজন মনোবিজ্ঞানী ও অভিজ্ঞ ফিজিশিয়ানের তত্ত্বাবধায়নে রয়েছেন। এরপর হবে গ্যাস্ট্রিক সার্জারি। মোরালেস আশা করছেন আগামী চার বছরে তিনি তিনশো কেজি ওজন কমাবেন।

তার নিজের ভাষ্য: যখন আমার পুরো পরিবার হাঁটতে যায় তখন আমি বাড়িতে একা থাকি। বিছানা থেকে উঠতে ও অন্য কাজ করতে সবসময় আমাকে পরিবারের ওপর নির্ভর করতে হয়।

মোরালেস যখন টিনএজার ছিলেন তখন তার বাবা-মা দুজনেই একবছরের ব্যবধানে মারা যান। এসময় মানসিক অবসাদে ডুবে যান মোরালেস। অভ্যস্ত হয়ে পড়েন ফাস্টফুড ও অস্বাস্থ্যকর জীবনযাপনে।

বর্তমানে মোরালেস এন্টিওকিয়ান গোর্ডিটোস হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন। এ ফাউন্ডেশন বছরে প্রায় সাড়ে চার হাজার স্থূলতায় আক্রান্ত কলোম্বিয়ান রোগীর আবেদনপত্র পায়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসএমএন/এএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।