ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৬ মার্চ ২০১৬, শনিবার। ১২ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৭৪ - কলকাতায় সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠিত।
•     ১৯৪৮ - পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত।
•     ১৯৫৩ - যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিদ ও চিকিৎসা গবেষক ডা. জোনাস সাল্ক ঘোষণা করেন তিনি পোলিও রোগের টিকা বিষয়ক পরীক্ষায় সফল হয়েছেন।
•     ১৯৭১ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। ২৫ মার্চ গভীর রাতে অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়ি থেকে পাকিস্তানি সামরিকবাহিনী গ্রেফতার করে।
•     ১৯৭২ - বাংলাদেশ প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করে।
•     ১৯৯২ - বাংলাদেশ-ভারত তিন বিঘা করিডর নিয়ে চুক্তি স্বাক্ষর।
•     ১৯৯৬ - সংসদে সংবিধান সংশোধনী বিল পাস।
•     ২০১৫ - গুগল অনুবাদে বাংলা ভাষার সাত লাখ শব্দ যোগ করে রেকর্ড সৃষ্টি।

জন্ম
•     ১৮৭৪ - মার্কিন কবি রবার্ট ফ্রস্ট।
•     ১৯০৭ - প্রখ্যাত ভারতীয় কবি মহাদেবী বর্মা।
•     ১৯১১ - মার্কিন নাট্যকার টেনেসি উইলিয়ামস।  
•     ১৯১৯ - বিশিষ্ট রাজনীতিতে ফজলুল কাদের চৌধুরী।

মৃত্যু
•     ১৮৯২ - মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যান।
•     ১৯৭১ - বাংলাদেশি শিক্ষাবিদ আতাউর রহমান খান খাদিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন তিনি। একাত্তরের ২৫ মার্চ কালরাতে ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যার সূত্র ধরে ২৬ মার্চ সকালে পাকিস্তানি বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ‌ হলে আক্রমণ করে ও হত্যা করে মেধাবী এ শিক্ষককে।
•     ১৯৭১- বুদ্ধিজীবী গোবিন্দ চন্দ্র দেব। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনবিদ্যার অধ্যাপক। ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক ড. গোবিন্দ চন্দ্র দেবকে হত্যা করে হানাদার বাহিনী।

দিবস
•     বাংলাদেশের স্বাধীনতা দিবস - ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হন। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ও এটি প্রচারের জন্য চট্টগ্রামের ইপিআর এর ট্রান্সমিটারে পাঠানো হয়।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।