ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বিশ্ববিখ্যাত স্থপতি ফজলুর রহমান খানের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
বিশ্ববিখ্যাত স্থপতি ফজলুর রহমান খানের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৭ মার্চ ২০১৬, রবিবার। ১৩ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৯৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গঠিত।
•     ১৯৬৪ - জাতিসংঘের শান্তি বাহিনী সাইপ্রাস অধিগ্রহণ করে।
•     ১৯৬৮ - প্রথম নভোচারী ইউরি গ্যাগারিন প্লেন দুর্ঘটনায় মারা যান।
•     ১৯৬৯ - মেরিনার ৭ উদ্বোধন করা হয়।
•     ১৯৭১ - আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে যায়। পরে তার খোঁজ মেলেনি।

জন্ম
•     ১৮৪৫ - জার্মান পদার্থবিদ উইলিয়াম রন্টজেন।
•     ১৯৬৩ - মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা কুয়েনতিন তারানতিনো।

মৃত্যু
•     ১৯১৮ - একজন মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক হেনরি অ্যাডামস।
•     ১৯৭১ - বাংলাদেশি শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতা।
•     ১৯৮২ - বিশ্ববিখ্যাত বাঙালি স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান খান। বিশ্বের অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ারের নকশা (বর্তমানে উইওলস টাওয়ার) তিনি করেছেন। বিংশ শতকের শ্রেষ্ঠ পুরকৌশলী ফজলুর রহমান খান মুসলিম স্থাপত্য বিষয়ের ওপর বিভিন্ন  গবেষণা করেছেন। তিনি Tube in Tube নামে স্থাপত্য শিল্পের এক নতুন পদ্ধতি আবিষ্কার করেন, যার মাধ্যমে একশো তলার মতো উচ্চ ভবন স্বল্প খরচে নির্মাণ সম্ভব।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।