ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

শিশু সাহিত্যিক হ্যান্স অ্যান্ডারসনের জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
শিশু সাহিত্যিক হ্যান্স অ্যান্ডারসনের জন্মদিন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২ এপ্রিল ২০১৬, শনিবার। ১৯ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
• ১৮০০ - ভিয়েনায় সঙ্গীতশিল্পী বিথোফেনের কম্পোজিশন প্রথম সিম্ফনির আনুষ্ঠানিক প্রকাশ।
• ১৮২৭ - যুক্তরাষ্ট্রে জোসেফ ডিক্সন প্রথম লিড পেনসিল নির্মাণ করেন।
• ১৮৪৫ - সূর্যের প্রথম আলোকচিত্র গ্রহণ করা হয়।
• ১৮৫১ - রামা থাইল্যান্ডের সপ্তম রাজা নির্বাচিত হন।
• ১৯১৭ - তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান।
• ১৯৮৯ - সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ হাভানায় ভ্রমণ করেন ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা করতে।

জন্ম
• ১৮০৫ - ডেনিশ লেখক হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন। শিশু সাহিত্য ও রূপকথ‍া লেখার জন্য তিনি বিখ্যাত।
• ১৮৪০ - ফরাসি ঔপন্যাসিক এমিল জোলা।
• ১৯০৩ - উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু জন্মগ্রহণ করেন। কলকাতা ও লক্ষ্ণৌতে সঙ্গীত বিশেষজ্ঞ ওস্তাদদের কাছে তিনি তালিম নেন। গজল, খেয়াল ও  ঠুংরি শিল্পী হিসেবে তার বিশেষ খ্যাতি ছিলো। জীবনের শেষদিকে মোহাম্মদ খসরু স্বল্পকালের জন্য ঢাকার  বুলবুল ললিতকলা একাডেমির অধ্যক্ষ ছিলেন। পাকিস্তান সরকার ১৯৬২ সালে তাকে মরণোত্তর প্রাইড অব পারফরমেন্স ও বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে মরণোত্তর শিল্পকলা একাডেমি পদক দেয়।

মৃত্যু
• ২০১২ - আমেরিকান-মেক্সিক্যান ভাস্কর এবং চিত্রকর এলিজাবেথ ক্যাটলেট।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।