ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

সাহিত্যিক গোলাম সামদানী কোরায়শীর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
সাহিত্যিক গোলাম সামদানী কোরায়শীর জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

 

৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার। ২২ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৭৫৩ - ব্রিটিশ জাদুঘর প্রতিষ্ঠা।
•     ১৭৯৪ - ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক জর্জ ডাটনকে গিলোটিনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর।
•     ১৯১৮ - জার্মান বাহিনীর আনুষ্ঠানিকভাবে অপারেশন মাইকেলের সমাপ্তি ঘোষণা।
•     ১৯৩১ - ব্রিটিশ গভর্নর জেনারেল ও মহাত্মা গান্ধীর মধ্যে চুক্তি। চুক্তিটি ছিলো রাজনৈতিক বন্দীদের মুক্তি ও গরিবের জন্য লবণের অধিকার সংরক্ষণ বিষয়ক।
•     ১৯৬৪ - লন্ডনে চালকবিহীন স্বয়ংক্রিয় প্রথম পাতাল রেল চালু।

জন্ম
•     ১৫৮৮ - ইংরেজ দার্শনিক টমাস হবস।
•     ১৯০৫ - শিল্পপতি আবুল কাশেম খান (একে খান)। তার জন্ম চট্টগ্রাম জেলায়। ১৯৩৪ সালে কলকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন। পরের বছর মুনসেফ হিসেবে যোগদান করে ১৯৪৪ সাল পর্যন্ত বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য হিসেবে কাজ করেন। এরপর কিছুদিন ব্যবসা করার পর বাঙালি মালিকানাধীন প্রথম ব্যাংক ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক (বর্তমানে পূবালী ব্যাংক) প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৪৬ সালে মুসলিম লীগের প্রার্থী হিসেবে তিনি ভারতীয় আইনসভার সদস্য নির্বাচিত হন ও ১৯৪৭ সালে পাকিস্তান আইন সভার সদস্য হন। ১৯৭১ সালের ২৮ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার সম্প্রচার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান ইংরেজিতে স্বাধীনতার যে ঘোষণাটি পাঠ করেন সেটি লিখেছিলেন আবুল কাশেম খান।
•     ১৯১৬ - মার্কিন অভিনেতা গ্রেগরি পেক।
•     ১৯২৯ - বাংলাদেশের বিশিষ্ট সহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানী কোরায়শী। তার জন্ম বর্তমান নেত্রকোনা জেলার কেন্দুয়ার কাউরাট গ্রামে। লেখাপড়ার হাতেখড়ি শুরু পরিবারেই। পরবর্তী সময়ে নাসিরাবাদ ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তিনি ড. মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনা সহকারী হিসেবে, পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান প্রকল্প ও পান্ডুলিপি ও সংকলন বিভাগ এবং বাংলা একাডেমিতে কাজ করেন। বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে তিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে যুক্ত ছিলেন।
•     ১৯৪৭ - ফিলিপাইনের ১৪তম রাষ্ট্রপতি গ্লোরিয়া মাকাপাগাল আরোইয়ো।

মৃত্যু
•     ২০০০ - ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।
•     ২০০৭ - ভারতীয় বাঙালি লেখিকা লীলা মজুমদার।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এসএমএন/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।