খুলনা: বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ফুঁসে উঠেছেন খুলনা অঞ্চলের পাটকল শ্রমিকেরা।
বকেয়া বেতন ও মজুরিসহ পাঁচদফা দাবিতে মঙ্গলবার (০৫ এপ্রিল) ভোর থেকে শ্রমিকদের সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিতে জন দুর্ভোগের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ ৭ পাটকল শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা।
দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ব পাটকলের বিক্ষুব্ধ এক শ্রমিক লাল পতাকা উড়িয়ে খুলনা-যশোর মহাসড়কে বসে পড়েন।
পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে অবিলম্বে মিলগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনমুখী করার জন্য পাটখাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, পে-কমিশনের ন্যায় অবিলম্বে রাষ্ট্রায়ত্ব শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, ২০১৩ সালের ১ জুলাই ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে অবরোধ কর্মসূচিতে বিক্ষোভ প্রদর্শন করে বক্তব্য রাখেন এক শ্রমিক নেতা।
পাটকল শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও মহাসড়কে অবস্থায় নেন।
পাটকল শ্রমিকদের অবরোধ চলাকালে একদল বিক্ষুব্ধ শ্রমিক লাঠি নিয়ে মহাসড়কে অবস্থায় নেয়।
শ্রমিকদের অবরোধ চলাকালে রাজপথের পাশাপাশি রেলপথেও টায়ারে আগুন জ্বালিয়ে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন শ্রমিকরা।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এমআরএম/জেডএস