ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

রোকনুজ্জামান খান দাদাভাইয়ের জন্মদিন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
রোকনুজ্জামান খান দাদাভাইয়ের জন্মদিন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৯ এপ্রিল ২০১৬, শনিবার। ২৬ চৈত্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
• ১৪১৩ - পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত।
• ১৪৪০ - ডেনমার্কের রাজা হন ক্রিস্টোফার।
• ১৮৭২ - গুঁড়ো দুধ পেটেন্ট স্যামুয়েল আর পার্সির।
• ১৯৪০ - জার্মান বাহিনীর নরওয়ে ও ডেনমার্ক আক্রমণ।
• ১৯৬৫ - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত যুদ্ধ শুরু।
• ১৯৭৪ - দিল্লিতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে প্রত্যর্পণের চুক্তি সাক্ষর।
• ১৯৯১ - সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে জর্জিয়ার ভোট।

জন্ম
• ১৮২১ - ফরাসি কবি শার্ল বোদলেয়ার।
• ১৯২৫ - শিশু সংগঠক ও সাংবাদিক রোকনুজ্জামান খান দাদাভাই। বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত লেখক ও সংগঠক তিনি। জন্ম ফরিদপুর জেলার পাংশা উপজেলায়। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকার শিশু-কিশোরদের কচিকাঁচার আসর বিভাগের পরিচালক হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন তিনি।
• ১৯২৬ - মার্কিন প্রকাশক এবং প্লেবয় পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক হিউ হেফনার।

মৃত্যু
• ১৬১৬ - ইংরেজ লেখক ও দার্শনিক ফ্রান্সিস বেকন।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এসএমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।