ঢাকা: কাপিবারাকে সবাই ভালোবাসে। কাপিবারাকে চেনেন তো? দক্ষিণ আমেরিকান স্তন্যপায়ী প্রাণী এরা।
জনপ্রিয় একটি রিক্রিয়েশন ওয়েবসাইটে প্রকাশ হয়েছে কাপিবারার বেশ কতগুলো ছবি, যেখানে দেখা যাবে জল-স্থলের অনেক প্রাণীর সঙ্গেই তার গলায় গলায় ভাব, এমকি ভয়ানক কুমিরও বাদ যায় না!
কিন্তু প্রশ্ন ওটাই- কেন সবাই ইঁদুর আর শুকরের হাইব্রিট সদৃশ প্রাণীটিকে এতো আদর করে? উত্তরটি হচ্ছে, কাপিবারা অত্যন্ত সামাজিক একটি প্রাণী, একইসঙ্গে দারুণ বন্ধুপরায়ণ।
একটি দলে ১০ থেকে ২০টি কাপিবারা থাকে।
আদুরে প্রাণীটি লম্বায় হয় প্রায় সাড়ে চার ফুট এবং ওজনে ৬৬ কেজি।
সেমি-অ্যাকুয়াটিক কাপিবারা জলাশয়ের কাছাকাছি থাকতে ভালোবাসে।
এরা ভালো সাঁতারুও। প্রাণরক্ষায় এরা পাঁচ মিনিট পর্যন্ত জলে ডুব দিয়ে থাকতে পারে।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০৬০৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এসএমএন/এইচএ/