ঢাকা: ‘মধ্যাহ্নে রোদ যখন প্রখর হয় সে আপন আঁচলটি তুলে ধরে ছায়া করে দাঁড়িয়ে থাকে। কিন্তু তপস্বীর কাছে রোদও যা ছায়াও তা’।
কবিগুরু রবীন্দ্রনাথের গল্পে প্রখর রোদের বর্ণনায় বাক্যটি উঠে এলেও তা নিতান্তই গল্পের প্রয়োজনে। কিন্তু বাস্তবেই যদি মানুষের জন্য রোদও যা ছায়াও তা হতো, তবে আর অসহ গরমে করতে হতো না হাঁসফাঁস!
গত তিনটা দিন ধরেই ছিল গরমে হাঁসফাঁস। সূর্যের খর রৌদ্রে তীব্র গরম চারপাশে। লাগামহীন এ গরমে নেই নিস্তার! বাদ যায়নি তৃষ্ণার্ত প্রাণীটিও।
সারাদেশেই কম-বেশি তাপপ্রবাহ চলছে। জনজীবন যেন থমকে যেতে চায়! দুরন্ত শৈশব তাই সাঁতারে মত্ত পুকুরের জলে...।
গরমে আর আট-দশজনের চেয়ে খেটে খাওয়া মানুষের কষ্টটা যেন একটু বেশিই। তাদের লড়াইটা কেবল জীবনের ঘানি টানায় নয়, প্রকৃতির সঙ্গেও।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
আইএ/