ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
১৭ এপ্রিল ২০১৬, রবিবার। ৪ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
• ১৭৮১ - ওয়ারেন হেস্টিংস কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন করেন।
• ১৮৯৯ - কলকাতায় প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু।
• ১৯৪৬ - সিরিয়া স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
• ১৯৭১ - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়।
জন্ম
• ১৮৩৮ - উনিশ শতকের বাঙালি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কর্মজীবনে হেমচন্দ্র মিলিটারি অডিট অফিসে কেরাণি পদে, কলকাতা ট্রেনিং একাডেমির প্রধান শিক্ষক হিসেবে ও কলকাতা হাইকোর্টে ওকালতি করেন। তবে তার প্রধান পরিচয় দেশপ্রেমিক যশস্বী কবি হিসেবে। তার প্রসিদ্ধ বৃত্রসংহার (১৮৭৫-৭৭ দুই খণ্ড) কাব্যগ্রন্থে পৌরাণিক কাহিনীর মাধ্যমে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন।
• ১৮৫৩ - বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা অমৃতলাল বসু। কলকাতায় জন্ম তার। নাটক রচনা ও অভিনয়ে সফল ভূমিকা রাখায় জনসাধারণের কাছে রসরাজ নামে খ্যাতি অর্জন করেন। তিনি ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি, বেঙ্গল, স্টার, মিনার্ভা ইত্যাদি রঙ্গমঞ্চে অভিনয় করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় অমৃতলাল বসুকে জগত্তারিণী পদক দেয়।
• ১৮৮২ - স্কটিশ বংশদ্ভূত মার্কিন সমাজবিজ্ঞানী রবার্ট মরিসন ম্যাকাইভার।
• ১৯৭২ - শ্রীলঙ্কান ক্রিকেট খেলোয়াড় মুত্তিয়া মুরালিধরন।
মৃত্যু
• ১৯২৯ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তৎকালীন পূর্ব বাংলার (বাংলাদেশ) টাঙ্গাইলের ধনবাড়ির নবাব ছিলেন তিনি। অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রীর দায়িত্বও ছিলো তার হাতে।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এসএমএন/এএ