ঢাকা: গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ- একসময় এ কথাটিই ছিলো গ্রাম-বাংলার ঐতিহ্য ও প্রধান পরিচয়। সেই ঐতিহ্য এখন হারিয়ে যেতে বসেছে।
ডেমরা থানার দ্বীৎপুরে ভরদুপুরে মাঠে ইরি-২৯ ধান কাটছেন কৃষকরা।
ধান কাটার পর মাঠেই আঁটি বাঁধছেন কৃষক। ছবিটি ডেমরা থানার দূর্গাপুর গ্রাম থেকে তোলা।
আঁটি বাঁধার পর বাড়িতে নেওয়ার জন্য আইলের উপর থরে থরে সাজানো ধানের আঁটি।
কাঁধে ভর দিয়ে ধানের আঁটি নিয়ে সারিবদ্ধভাবে গাঁয়ের পথে চলেছে কৃষকের দল।
মাঠেই মধ্যাহ্ণভোজ সেরে নিচ্ছেন সবাই।
মাঠের একপাশে কাটা ধান মাড়াই করছেন কৃষক-কৃষাণী।
মাড়াইয়ের পর ধান থেকে আগাছা সরাচ্ছেন কৃষক।
আগাছা পরিষ্কারের পর চলছে ধান শোকানোর কাজ।
ধান শোকানোর পর কাটফাটা রোদে ধান সিদ্ধ করছেন এক কৃষাণী।
শুকানোর পর ধান থেকে চিটা আলাদা করতে চলছে ব্যস্ততা।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এসএনএস