ঢাকা: কোকিলকে বলা হয় বসন্তের পাখি। এ পাখির ডাক মনে করিয়ে দেয় বসন্ত দোলা।
উড়ে এসে গাছের ডালে বসা এই পাখিটির ডাক শুনেই মন হলো মুগ্ধ। সাধারণত গাছের মগডালে পাতার আড়ালে বসে মধুর সুরে ডাকে এই মিষ্টি পাখিটি। ফলে তাকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। দূর থেকে লক্ষ্য রেখে ধরা গেলো অবশেষে।
খোঁজা মুশকিল হলেও ঠিকই ক্যামেরায় ধরা পড়েছে সে। মধুর ডাকে মন মাতানো পাখিটি রাজধানীর ডেমরা এলাকা থেকে ক্যমেরাবন্দি হয়েছে।
প্রথমে কাক ভাবলেও সুরেলা কণ্ঠই মনে করিয়ে দিলো সে তো কাক নয়, সুন্দর কোকিল।
পাখি বিশ্লেষকদের মতে, বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কোকিল দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকাজুড়ে এদের আবাস, তবে বাংলাদেশে যা ধীরে ধীরে কমে আসছে। এর প্রধান কারণ বাসস্থান সংকট।
বাংলাদেশ সময়: ০৬১৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
আইএ